Friday 12 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএমটিএ’র সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত


১৫ জানুয়ারি ২০২২ ২৩:৫৯ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২২ ০০:০৩

পুনঃগঠনের লক্ষ্যে দীর্ঘ ১১ বছর পর মেডিকেল টেকনোলজিস্টদের সংগঠন বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের (বিএমটিএ) সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ জানুয়ারী) রাজধানীর মহাখালীতে অবস্থিত জনস্বাস্থ্য ইনস্টিটিউটের (আইপিএইচ) অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চন্দ্র শেখর সাহা।

উক্ত সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশনে আকতার হোসেন কিরণকে সভাপতি, শামশু উদ্দীন পলাশকে সিনিয়র সহ-সভাপতি, মো. আশিকুর রহমানকে মহাসচীব ও মো. নুরুল ইসলাম ফারুকীকে সাংগঠনিক সম্পাদক করে অন্তর্বর্তীকালীন কমিটি গঠনসহ একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশন আগামী ৩ মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে বিএমটিএ গঠন করার প্রতিশ্রুতি দেন।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশন গঠন করা হয় ৩ সদস্যের। প্রধান নির্বাচন কমিশনার ১: জনাব চন্দ্র শেখর সাহা। নির্বাচন কমিশনার ২: মোঃ মোয়াজ্জেম হোসেন। নির্বাচন কমিশনার ৩: মোঃ জাকারিয়া মৃথা।

মো. আশিকুর রহমানের সঞ্চালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন-২০২২ এর আহ্বায়ক আকতার হোসেন কিরণ। এরপর পর্যায়ক্রমে আগত বিভিন্ন জেলা প্রতিনিধিরাও বক্তব্য রাখেন।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেডিকেল টেকনোলজিস্টদের পেশাজীবী সংগঠন বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ (বিএমটিপি), স্বাধীনতা মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ (স্বামেপ) ও আইএইচটি ঢাকা ছাত্রলীগ প্রতিনিধিসহ সারা দেশের ৬৪ জেলার জেলা বিএমটিএ’র ৫ জন প্রতিনিধি সদস্যসহ সহস্রাধিক সাধারণ মেডিকেল টেকনোলজিস্ট।

অনুষ্ঠানে সভার সভাপতি জনাব চন্দ্র শেখর সাহাকে ক্রেস্ট প্রদান করেন সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন-২০২২ এর আহ্বায়ক আকতার হোসেন কিরণ ও সদস্য সচীব মো. আশিকুর রহমান।

বিজ্ঞাপন

‘চিঠি দিও’
১৩ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩২

খুলনায় যুবদল নেতাকে কুপিয়ে জখম
১৩ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৫

আরো

সম্পর্কিত খবর