Tuesday 21 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে ৫ জনের শরীরে রিওভাইরাস শনাক্ত

সাারাবাংলা ডেস্ক
১০ জানুয়ারি ২০২৫ ১৭:৩৫ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ ১৯:১৪

ফাইল ছবি/সংগৃহীত

ঢাকা: দেশে ৫ জনের শরীরে রিওভাইরাস শনাক্ত হয়েছে। প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) রিওভাইরাস শনাক্ত করেছে। ৪৮ জনের নমুনা পরীক্ষায় পাঁচজনের শরীরে রিওভাইরাস শনাক্ত হয়। তবে রিওভাইরাস নিয়ে উদ্বেগের কারণ নেই বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

আইইডিসিআর জানিয়েছে, পাঁচজন রোগীর নমুনায় এই ভাইরাস পাওয়া গেছে। তাদের কেউই গুরুতর স্বাস্থ্য জটিলতায় ভোগেননি। চিকিৎসার পর তারা সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

বিজ্ঞাপন

আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘সম্প্রতি নিপাহ ভাইরাসের মতো উপসর্গ দেখানো ৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পাঁচজনের শরীরে রিওভাইরাস শনাক্ত হয়েছে। নতুন জীবাণু নিয়ে আইইডিসিআরের নিয়মিত গবেষণার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে এই নমুনাগুলো পরীক্ষা করা হয়।’

তিনি বলেন, ‘এই ভাইরাস সাধারণত কাশি ও হাঁচির মাধ্যমে ছড়ায়। এর উপসর্গের মধ্যে শ্বাসকষ্ট, জ্বর, মাথাব্যথা, বমি এবং ডায়রিয়া অন্তর্ভুক্ত। গুরুতর ক্ষেত্রে এটি নিউমোনিয়া বা এনসেফালাইটিস (মস্তিষ্কে প্রদাহ) সৃষ্টি করতে পারে। শিশু এবং বয়স্করা এই ভাইরাসে বেশি ঝুঁকিপূর্ণ। তবে এ ভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই।’

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, রিওভাইরাস নিয়ে উদ্বেগের কারণ নেই। ৫ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হলেও কারও অবস্থাই গুরুতর ছিল না।

বাংলাদেশে এই প্রথম এর দেখা মিললেও রিওভাইরাস মোটেও নতুন কোনো রোগ নয়। ১৯৫০ সালে বিশ্বে প্রথম রিওভাইরাস শনাক্ত করা হয়। শীতকালে ভাইরাসটির প্রাদুর্ভাব বেশি দেখা যায়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

রিওভাইরাস শনাক্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর