ঢাকা: দেশের বাজারে প্রথমবারের মতো ‘ড্যান্সিং অরোরা’ ডিজাইনের স্মার্টফোন নিয়ে আসছে গ্লোবাল স্মার্টডিভাইস ব্র্যান্ড অপো। তাদের জনপ্রিয় রেনো সিরিজের নতুন সংস্করণ ‘অপো রেনো ১৫ সিরিজ ফাইভজি’ শিগগিরই উন্মোচন হতে যাচ্ছে। প্রকৃতির অনন্য বিস্ময় ‘অরোরা’ বা মেরুজ্যোতির আলোকচ্ছটা থেকে অনুপ্রাণিত হয়ে এই সিরিজের ডিজাইন তৈরি করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে অপো বাংলাদেশ এসব তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রেনো ১৫ সিরিজের এই ড্যান্সিং অরোরা ডিজাইনটি গতিশীলতা ও শৈল্পিক রূপান্তরের এক অনন্য সংমিশ্রণ। ফোনটির পেছনের কভারে ইন্ডাস্ট্রি-লিডিং টেক্সচার ব্যবহার করা হয়েছে, যা আলোর প্রতিফলনে জীবন্ত হয়ে ওঠে।
প্রযুক্তির সঙ্গে শৈল্পিকতার মেলবন্ধন স্মার্টফোনটির পেছনের অংশে কোটি কোটি ‘আল্ট্রা হাই-ডেফিনিশন অপ্পো গ্লো প্যাটার্ন’ ব্যবহার করা হয়েছে। এই প্যাটার্নের সূক্ষ্ম রেখাগুলো আলোর স্পর্শে গভীরতা তৈরি করে, যা ব্যবহারকারীকে এক ভিন্নধর্মী অনুভূতির অভিজ্ঞতা দেবে। হাতের নাড়াচাড়া বা কোণের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এর আলো-ছায়ার খেলা বদলে যায়, যা কখনও স্নিগ্ধ আবার কখনও দীপ্তিমান দেখায়।
আধুনিক ক্যামেরা মডিউল ডিজাইনের পাশাপাশি স্মার্টফোনটির ক্যামেরা মডিউলেও আনা হয়েছে বৈচিত্র্য। এতে প্রথমবারের মতো ব্যবহৃত হয়েছে ‘ডাইনামিক হলো ক্যামেরা ডেকো’ ডিজাইন। ইন্টিগ্রেটেড কোল্ড-কার্ভড গ্লাসের ওপর মোজাইক ধাচের ডিটেইলিং এবং ডিপ স্পার্কল লেন্স টেক্সচার ফোনটিকে প্রিমিয়াম লুক দিয়েছে। লেন্সের প্রান্তে খোদাই করা বর্গাকার রিং আলোর প্রতিফলনে গভীরতা তৈরি করে, যা দেখতে অনেকটা নক্ষত্রমালার মতো।
অপো জানায়, রেনো ১৫ সিরিজ ফাইভজি কেবল একটি শক্তিশালী ডিভাইস নয়, বরং এটি ব্যক্তিত্ব ও আধুনিক জীবনের ছন্দের প্রতিফলন। শীঘ্রই দেশের বাজারে ফোনটির আনুষ্ঠানিক উন্মোচন এবং দাম সম্পর্কে বিস্তারিত জানানো হবে।