Monday 12 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিটিসিএলের ডট বিডি ডোমেইন সেবায় ৩৬% মূল্যছাড়

স্টাফ করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৬ ১২:৪৯

ঢাকা: দেশে ডোমেইন ব্যবহারে উৎসাহ দিতে ডট বিডি (.bd) ডোমেইন সেবার জনপ্রিয় দুটি ক্যাটাগরিতে মূল্যছাড় ঘোষণা করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।

সোমবার (১২ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডট বিডি তৃতীয় স্তরের ডোমেইন (যেমন: abc.com.bd) এবং ডট বিডি দ্বিতীয় স্তরের ডোমেইন (যেমন: abc.bd)—এই দুই বহুল ব্যবহৃত ক্যাটাগরির রেজিস্ট্রেশন ও রিনিউয়াল ফিতে ৩৬ শতাংশ মূল্যছাড় দেওয়া হয়েছে। এর ফলে গ্রাহকরা সাশ্রয়ী মূল্যে ডট বিডি ডোমেইন সেবা গ্রহণ করতে পারবেন।

হালনাগাদ মূল্যহার (প্রতি ডোমেইন/বছর)

ডট বিডি তৃতীয় স্তরের ডোমেইন (abc.com.bd) এর রেজিস্ট্রেশন ফি ১,১০০ টাকা থেকে কমিয়ে ৭০০ টাকা এবং রিনিউয়াল ফি ১,৬০০ টাকা থেকে কমিয়ে ১,০২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

ডট বিডি দ্বিতীয় স্তরের ডোমেইন (abc.bd) এর রেজিস্ট্রেশন ফি ২,০০০ টাকা থেকে কমিয়ে ১,২৮০ টাকা এবং রিনিউয়াল ফি ২,৫০০ টাকা থেকে কমিয়ে ১,৬০০ টাকা করা হয়েছে।

ডট বিডি ডোমেইনের সুবিধা

ডট কমের তুলনায় ডট বিডি ডোমেইন তুলনামূলকভাবে সহজলভ্য। এটি বাংলাদেশভিত্তিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করে। সরকারি ও স্বনামধন্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে ডট বিডি ডোমেইনের গ্রহণযোগ্যতা বেশি। এছাড়া স্থানীয় বাজারে পেশাদার ইমেজ তৈরি, বাংলাদেশভিত্তিক সার্চ রেজাল্টে ভালো র‍্যাংকিংয়ের সম্ভাবনা এবং দেশীয় রেজিস্ট্রেশন নীতির কারণে এটি তুলনামূলকভাবে নিরাপদ।

শর্তাবলী

ডট বিডি ডোমেইনের শর্তাবলী অনুযায়ী এ মূল্যছাড় সীমিত সময়ের জন্য প্রযোজ্য এবং নির্ধারিত হারে ভ্যাট সংযোজ্য হবে। বিটিআরসির নির্দেশনা অনুযায়ী নিয়মাবলী অনুসরণযোগ্য এবং বিটিসিএল কর্তৃপক্ষের গৃহীত ট্যারিফ সংক্রান্ত সিদ্ধান্ত কার্যকর থাকবে।

বিটিসিএলের আশা, এই মূল্যছাড়ের ফলে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে ডট বিডি ডোমেইনের ব্যবহার আরও বাড়বে এবং দেশীয় ডিজিটাল ইকোসিস্টেম আরও শক্তিশালী হবে।

সারাবাংলা/এনএল/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর