Thursday 15 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‎শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৫ সিরিজের তিনটি নতুন স্মার্টফোন

‎স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৬ ২০:২২

‎ঢাকা: ‎রেডমি নোট ১৫ সিরিজের তিনটি ব্র্যান্ড-নিউ স্মার্টফোন নিয়ে এলো শাওমি। দুর্দান্ত পারফরম্যান্স, শক্তিশালী ব্যাটারি লাইফ ও আকর্ষণীয় ডিজাইনের এ সিরিজে অত্যাধুনিক প্রযুক্তির ক্যামেরা কোয়ালিটির পাশাপাশি নতুন ফিচার ‘এআই ইঞ্জিন’ রয়েছে।

‎‎বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মোকা ব্রাউন, ব্ল্যাক, গ্লেসিয়ার-ব্লু, মিষ্ট পার্পল ও পার্পল- এই পাঁচটি আকর্ষণীয় রঙের রেডমি নোট ১৫ সিরিজের স্মার্টফোনগুলো পাওয়া যাচ্ছে দেশের বাজারে।

‎রেডমি নোট ১৫ প্রো প্লাস ফাইভজি স্মার্টফোনটিতে আছে ৬ দশমিক ৮৩ ইঞ্চি ক্রিস্টালরেস অ্যামোলেড ডিসপ্লে, ২০০ মেগাপিক্সেল আল্ট্রা ক্ল্যারিটি ক্যামেরা, ৪এক্স অপটিক্যাল-লেভেল টেলিফটো এবং ৮ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ক্যামেরা। ২০০ মেগাপিক্সেল এআই ইঞ্জিন নিশ্চিত করবে প্রতিটি ফ্রেমের স্বচ্ছ প্রতিচ্ছবি। সেলফিপ্রেমীদের জন্য থাকছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

‎স্মার্টফোনটি শক্তিশালী ও আকর্ষণীয় ব্যাটারি নিশ্চিত করবে টাইটান ডিউরাবিলিটির। ৬৫০০ এমএএইচ সিলিকন-কার্বনের দীর্ঘস্থায়ী ব্যাটারির এ স্মার্টফোনে রয়েছে ১০০ হাইপার চার্জিং সুবিধা, ২২ দশমিক ৫ ওয়াট রিভার্স চার্জিং প্রযুক্তি। শক্তিশালী পাওয়ার ব্যাংক হিসেবেও কাজ করবে ডিভাইসটি। প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে চতুর্থ জেনারেশনের কোয়ালকম স্ন্যাপড্রাগন।

‎এছাড়া স্মার্টফোনটিতে রয়েছে আইপি ৬৯ রেটিং, যা ধুলাবালি, কুয়াশা ও বৃষ্টি থেকে নিশ্চিত সুরক্ষা দিবে, সেইসঙ্গে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় পানিতে পড়ে গেলেও দেবে সুরক্ষা। নিরাপত্তার জন্য রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এআই ফেস লক।

‎১৫ সিরিজের বাকি দুটি স্মার্টফোন রেডমি নোট ১৫ ফাইভজি ও রেডমি নোট ১৫ -এ রয়েছে ১০৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৬ দশমিক ৭৭ ইঞ্চি অ্যামোলেড সানলাইট ডিসপ্লে। রেডমি নোট ১৫ ফাইভজি-তে রয়েছে ৫৫২০ এমএএইচ সিলিকন-কার্বন ব্যাটারি। রেডমি নোট ১৫ এ-আছে ৬০০০ এমএএইচ ব্যাটারি। ফাস্ট চার্জিং সুবিধার দুটি স্মার্টফোনই অল্প সময়ে ফুল চার্জ হয়ে যায়।

‎প্রসেসর হিসেবে রেডমি নোট ১৫ ফাইভজির স্ন্যাপড্রাগন ৬ এর তৃতীয় জেনারেশনের প্রসেসর এবং রেডমি নোট ১৫ ফোরজির মিডিয়াটেক হেলিও জি১০০-আলট্রা নিশ্চিত করবে স্মুথ ও এফিশিয়েন্ট পারফরম্যান্স। এ ছাড়া আইপি রেটিং ৬৫ ও ৬৪ যথাক্রমে রেডমি নোট ১৫ ফাইভজি ও রেডমি নোট ১৫ ফোরজিকে দেবে পানির ছিটেফোঁটা থেকে সুরক্ষা।

‎১২ জিবি স্টোরেজ ও ৫১২ জিবি র‍্যামের রেডমি নোট ১৫ প্রো প্লাস ফাইভজির মূল্য ৬২ হাজার ৯৯৯ টাকা। রেডমি নোট ১৫ ফাইভজির (৮+২৫৬ জিবি) মূল্য ৩৬ হাজার ৯৯৯ টাকা। রেডমি নোট ১৫ ফোরজি ৬+১২৮ জিবির মূল্য ২৬ হাজার ৯৯৯ এবং ৮+২৫৬ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ২৯ হাজার ৯৯৯ টাকা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর