Sunday 18 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবজি মোবাইল গেমিং জগতে যুক্ত হলো রবি

‎স্টাফ করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২৬ ০০:৪৬

‎ঢাকা: ‎জনপ্রিয় মোবাইল গেম পাবজি মোবাইল আয়োজিত তৃণমূল পর্যায়ের প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট পাবজি মোবাইল রাইজিং স্টারে অংশীদার হিসেবে যুক্ত ছিল রবি আজিয়াটা পিএলসি। দেশের গেমিং জগতের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হওয়া লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে কোম্পানিটি।

‎রোববার (১৮ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

‎‎বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, টুর্নামেন্টটি দেশব্যাপী অনলাইন ফরম্যাটে আয়োজন করা হয়েছে। এজন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সচেতনতামূলক রোডশোর মাধ্যমে গেমারদের সঙ্গে সংযোগ স্থাপনে সহায়তা করেছে রবি। একাধিক বাছাই পর্ব শেষে গত ১৫ জানুয়ারি রাজধানীর আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালেতে দেশের সেরা ১৫টি দল প্রতিদ্বন্দ্বিতা করেছে।

‎পাবজি মোবাইলের মতো প্রতিযোগিতামূলক মাল্টিপ্লেয়ার গেমে নেটওয়ার্ক পারফরম্যান্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। লো পিং, লো ল্যাটেন্সি এবং স্থিতিশীল নেটওয়ার্ক গেমপ্লের দ্রুততা এবং সামগ্রিক অভিজ্ঞতায় সরাসরি প্রভাব ফেলে। পারফরম্যান্সের এসব চাহিদা পূরণের লক্ষ্যে ডিজাইন করা হয়েছে রবি সুপারনেট, যা উচ্চ চাপের গেমিং সেশনের সময়ও নিশ্চিত করে উন্নতমানের ইন্টারনেট অভিজ্ঞতা।

‎পাবজি মোবাইল রাইজিং স্টার টুর্নামেন্টে অংশীদারিত্বের মাধ্যমে রবি এমন একটি ব্যবহারিক দিকের সাথে যুক্ত হয়েছে যেখানে ইন্টারনেটের গুণগত মান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই উদ্যোগটি রবির বৃহত্তর কৌশলেরই প্রতিফলন যাতে নির্দিষ্ট ব্যবহারিক ক্ষেত্রে তাদের নেটওয়ার্ক পারফরম্যান্স তুলে ধরা যায়।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর