ঢাকা: প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি) চতুর্থবারের মতো এর সদস্যদের সন্তানদের মাঝে ‘শিক্ষাবৃত্তি ২০২৬’ এবং শিক্ষা উপকরণ বিতরণ করেছে।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর পান্থপথে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির বিজয় মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই বৃত্তি দেওয়া হয়। অনুষ্ঠানে প্রাক-প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ের মোট ৪২ জন শিক্ষার্থীকে এই সহায়তা প্রদান করা হয়েছে।
আগামীর প্রযুক্তি দক্ষ জনবল গড়ার আহ্বান টিএমজিবি সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশের ভাইস-চ্যান্সেলর ড. মোহাম্মাদ আবু ইউসুফ। তিনি বলেন, ‘শুধু প্রযুক্তির ব্যবহারকারী হলে চলবে না, আমাদের নতুন প্রজন্মকে প্রযুক্তির পেছনের বিজ্ঞানও জানতে হবে। টিএমজিবির এই উদ্যোগ মেধাবীদের আরও উৎসাহিত করবে।’
ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির পরিচালক মোহাম্মদ মাহদী উজ জামান শিক্ষার্থীদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের ওপর জোর দিয়ে বলেন, ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বা গ্লোবাল স্কলারস অলিম্পিয়াডের মতো আসরে টিএমজিবি সদস্যদের সন্তানদের সম্পৃক্ত করতে সবধরনের সহযোগিতা করা হবে।’
স্মার্ট প্রজন্মের জন্য সমান সুযোগ বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি ও স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘দেশের প্রতিটি শিশুর জন্য সমান শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে।’ তিনি আগামীতে এই বৃত্তির পাশাপাশি চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজনে সহায়তার ঘোষণা দেন।
অন্যদিকে বিডিওএসএন সাধারণ সম্পাদক মুনির হাসান শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না থেকে গণিত ও রোবট অলিম্পিয়াডের মতো সৃজনশীল আয়োজনে অংশ নেওয়ার আহ্বান জানান।
টিএমজিবির লক্ষ্য সভাপতির বক্তব্যে মোহাম্মদ কাওছার উদ্দীন বলেন, ‘সদস্যদের সন্তানদের শিক্ষার প্রতি আগ্রহী করে তোলাই আমাদের মূল লক্ষ্য। চতুর্থবারের মতো এই আয়োজন সফল হয়েছে এবং আগামীতে এর পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।’
অভিভাবক ও শিক্ষার্থীরা এই উদ্যোগের প্রশংসা করে জানান, এটি তাদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক হবে।
টিএমজিবি সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মইদুল ইসলাম, কোষাধ্যক্ষ মাহাদী হাসান শিমুল, সাংগঠনিক সম্পাদক গোলাম দাস্তগীর তৌহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজনীন আক্তার লাকীসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা।