ঢাকা: স্মার্টফোনের ব্যাটারি ব্যাকআপ নিয়ে ব্যবহারকারীদের দীর্ঘদিনের আক্ষেপ মেটাতে এবার বৈশ্বিক বাজারে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এলো রিয়েলমি। বিশ্বের প্রথম বাণিজ্যিকভাবে উৎপাদিত ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার (mAh) ‘টাইটান ব্যাটারি’ সমৃদ্ধ স্মার্টফোন রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি (realme P4 Power 5G) উন্মোচন করেছে ব্র্যান্ডটি। এর মাধ্যমে স্মার্টফোন ইন্ডাস্ট্রি ১০,০০০ mAh-এর নতুন যুগে পদার্পণ করল।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সাধারণত বিশাল ব্যাটারি মানেই ফোন ভারি বা মোটা হওয়ার ভয় থাকে। তবে রিয়েলমি এখানে ব্যবহার করেছে নেক্সট-জেনারেশন সিলিকন-কার্বন অ্যানোড প্রযুক্তি। ফলে ১০,০০১ mAh ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটি মাত্র ৯.০৮ মিলিমিটার পাতলা এবং এর ওজন মাত্র ২১৯ গ্রাম। কোম্পানির দাবি, এই ফোন এক চার্জে টানা এক সপ্তাহ পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম।
চার্জিং ও দীর্ঘস্থায়িত্বের নিশ্চয়তা
বিশাল এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে রয়েছে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং। এছাড়া অন্যান্য গ্যাজেট চার্জ দেওয়ার জন্য এতে বিশ্বের দ্রুততম ২৭ ওয়াট রিভার্স চার্জিং সুবিধাও যুক্ত করা হয়েছে।
নিরাপত্তার ক্ষেত্রেও আপস করেনি রিয়েলমি। ডিভাইসটি বিশ্বের প্রথম টিইউভি (TÜV) ফাইভ-স্টার ব্যাটারি সেফটি সার্টিফাইড ফোন। এটি –৩০° সেলসিয়াস থেকে ৫৬° সেলসিয়াস পর্যন্ত চরম তাপমাত্রায়ও অনায়াসে কাজ করবে। এছাড়া ইন্টেলিজেন্ট চার্জিং ম্যানেজমেন্টের কারণে ৮ বছর ব্যবহারের পরও ব্যাটারি হেলথ ৮০ শতাংশের ওপরে থাকবে।
পারফরম্যান্স ও ডিসপ্লে ফিচার
ব্যাটারির পাশাপাশি রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজিতে রয়েছে ফ্ল্যাগশিপ লেভেলের শক্তিশালী সব ফিচার-
- প্রসেসর: ডাইমেনসিটি ৭৪০০ আল্ট্রা ফাইভজি চিপসেট।
- ডিসপ্লে: ১৪৪ হার্জ হাইপারগ্লো ৪ডি কার্ভ+ অ্যামোলেড ডিসপ্লে।
- ব্রাইটনেস: রেকর্ড-ব্রেকিং ৬,৫০০ নিটস পিক ব্রাইটনেস, যা প্রখর সূর্যালোকেও নিখুঁত ভিজ্যুয়াল দেবে।
- সুরক্ষা: আইপি৬৯ (IP69) গ্রেড প্রোটেকশন ও আর্মারশেল ডিউরেবিলিটি।
আকর্ষণীয় ডিজাইন ও রঙ
ফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে ‘ভিজিবল পাওয়ার’ ডিজাইন, যার ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ অংশের মাধ্যমে ভেতরের সার্কিট দেখা যায়। ডিভাইসটি মূলত ফ্ল্যাশ অরেঞ্জ এবং পাওয়ার সিলভার, এই দুটি আকর্ষণীয় রঙে বাজারে পাওয়া যাবে।