Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রশ্নফাঁস রোধে চাই প্রযুক্তিগত সমাধান


১৪ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিনিয়র করেসপন্ডেন্ট
ঢাকা:
প্রাথমিক পর্যায় থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় যে হারে প্রশ্নফাঁস হচ্ছে তাতে অচিরেই দেশ মেধাহীনদের দখলে চলে যাবে। বাজেটের একটি বিশাল অংশ শিক্ষাখাতে ব্যয় হলেও প্রশ্নফাঁস রোধে তার সামান্যও ব্যয় হয়না। অথচ প্রযুক্তির সহায়তা নিলে মহামারী এ প্রশ্নফাঁস রোধ করা সম্ভব।

বুধবার রাজধানীর কারওয়ান বাজারে বেসিস মিলনায়তনে এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন দেশের প্রযুক্তিখাতের উদ্যোক্তারা। বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম, জাগো ফাউন্ডেশন, পরিবর্তন চাই ও ঢাকা ইউনিভার্সিটি আই টি সোসাইটি যৌথভাবে এ গোলটেবিলের আয়োজন করে।

বিজ্ঞাপন

বিডিজবস-এর প্রতিষ্ঠাতা ও বেসিসের সাবেক সভাপতি ফাহিম মাশরুরের সঞ্চালনে আলোচনায় মূল প্রবন্ধ পাঠ করেন বন্ডস্টেইন লিমিটেড-এর প্রধান শাহরুখ ইসলাম I

অনুষ্ঠানে আলোচনা করেন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) এর সহ-সভাপতি নাজনিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় এই টি সোসাইটি-র প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লাহ আল ইমরান, পরিবর্তন চাই-এর অন্যতম প্রতিষ্ঠাতা ফিদা হক , বেসিস-এর সিনিয়র সহ-সভাপতি রাসেল টি আহমেদ, বিসনেস অটোমেশনের এমডি জাহিদুল হাসান, ন্যাসেনিয়া-র ব্যবস্থাপনা পরিচালক শায়ের আহমেদ, প্রেনার ল্যাব-এর প্রতিষ্ঠাতা আরিফ নিজামী, জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাকসান্দI

আলোচনায় বক্তারা বলেন, এসএসসি ও অন্যান্য পাবলিক পরীক্ষার প্রশ্নফাঁস এখন এক মহামারী আকার ধারণ করেছে I এখনই যদি একে মোকাবেলা করা না যায় তাহলে একটি প্রজন্মের সম্ভবনাকে হত্যা করা হবে

তারা আরো বলেন, প্রযুক্তির অপব্যবহারের করে যেমন প্রশ্নফাঁস সমস্যা তৈরী হয়েছে, সেভাবে প্রযুক্তির ব্যবহার করেই এটি রোধ করা সম্ভবI প্রযুক্তির ব্যবহারের সাথে সাথে অপরাধীদের সনাক্তকরণ, আইনের কঠোর প্রয়োগ ও শাস্তি, দায়িত্বে থাকা ব্যক্তিদের জবাবদিহিতা নিশ্চিতকরণ করেই এই বিপর্যয় সামাল দিতে হবে।

সারাবাংলা/এমএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর