Tuesday 03 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অ্যাপল সবচেয়ে দামি


২০ আগস্ট ২০২০ ০২:১৪ | আপডেট: ২০ আগস্ট ২০২০ ১৩:১২

মার্কিন জায়ান্ট প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের দাম দুই ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। কোনো মার্কিন প্রতিষ্ঠান হিসেবে এই প্রথম দুই ট্রিলিয়ন ডলার অর্থাৎ ২ লাখ কোটি ডলার মূল্য স্পর্শ করল অ্যাপল। মহামারি করোনাভাইরাসে যখন অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান বিপর্যস্ত তখন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলর ব্যবসা রমরমা। মহামারির সময়েও অ্যাপলের শেয়ারের ব্যাপক উল্লম্ফনে দাম গিয়ে ঠেকেছে রেকর্ড দুই ট্রিলিয়ন ডলারে।

বিজ্ঞাপন

বুধবার দিনের মধ্যভাগে অ্যাপলের প্রতি শেয়ারের মূল্য দাঁড়ায় ৪৬৭.৭৭ মার্কিন ডলারে। আর এতেই প্রতিষ্ঠানের দাম ২ ট্রিলিয়ন ডলার স্পর্শ করে। এর আগে মাত্র একটি কোম্পানির দাম ২ ট্রিলিয়ন ডলার স্পর্শ করেছিল । সৌদি আরবের তেল উৎপাদক প্রতিষ্ঠান আরামকো গত ডিসেম্বরে শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়ার পরই দাম ২ ট্রিলিয়ন পার হয়। তবে জ্বালানি তেলের সবচেয়ে বড় কোম্পানি আরামকোর মূল্য সম্প্রতি কমে ১.৮ ট্রিলিয়নে নেমে এসেছে। ফলে জুলাইয়ের পর বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি অ্যাপল।

বিজ্ঞাপন

জনপ্রিয় স্মার্টফোন ‘আইফোন’ নির্মাতা প্রতিষ্ঠানটির শেয়ারের দাম এ বছর ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। করোনাভাইরাস মহামারি পরিস্থিতিতে মন্দা বাজার ও অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ সত্ত্বেও প্রতিষ্ঠানটি অনুমিত সময়ের আগেই ২ ট্রিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা স্পর্শ করলো।

অ্যাপলের পরেই সবচেয়ে দামি মার্কিন কোম্পানি ই-কমার্স প্রতিষ্ঠান  অ্যামাজন। কোম্পানিটির মূল্য ১.৭ ট্রিলিয়ন ডলার। এর আগে বিশ্বের প্রথম ট্রিলিয়ন ডলার কোম্পানির গৌরবও রয়েছে অ্যাপলের দখলে। ২০১৮ সালে প্রতিষ্ঠানটি এ মাইলফলক স্পর্শ করেছিল।

২ ট্রিলিয়ন অ্যাপল আইফোন সবচেয়ে দামি কোম্পানি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর