Wednesday 15 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশসহ প্রতিবেশীরা ভারত থেকে দূরে সরে যাচ্ছে: শারদ পাওয়ার

আন্তর্জাতিক ডেস্ক
৯ আগস্ট ২০২৫ ২৩:২০ | আপডেট: ১০ আগস্ট ২০২৫ ১৩:০৭

ভারতের সাবেক প্রতিরক্ষামন্ত্রী শারদ পাওয়ার। ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলো ভারতের কাছ থেকে দূরে সরে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক কৃষি ও প্রতিরক্ষামন্ত্রী শারদ পাওয়ার।

শনিবার (৯ আগস্ট) মহারাষ্ট্রের নাগপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

পাওয়ার বলেন, ‘প্রতিবেশী দেশগুলো ভারতের কাছ থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছে। প্রতিবেশীরা আমাদের পছন্দ করছে না। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিষয়টিতে গুরুত্ব দেওয়া উচিত।’

ট্রাম্পের চাপানো ৫০ শতাংশ শুল্ক নিয়ে ভারতের সাবেক এই কৃষিমন্ত্রী বলেন, ‘ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা ট্রাম্পের চাপ দেওয়ার একটি কৌশল। জাতীয় স্বার্থ রক্ষায় এ মূহূর্তে সরকারকে ভারতীয় জনগণের সমর্থন দেওয়া উচিত।’

বিজ্ঞাপন

ট্রাম্পের কাছে মোদির পররাষ্ট্রনীতি ব্যর্থ হয়েছে কি না—এমন প্রশ্ন এড়িয়ে গিয়ে পাওয়ার মন্তব্য করেন, ‘ট্রাম্প আবেগপ্রবণ হয়ে মনে যা আসে তাই বলেন, তার ওপর কারও নিয়ন্ত্রণ নেই।’

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্কের যে ব্যাপক অবনতি ঘটেছে সেটিকে উপেক্ষা করা উচিত নয় মন্তব্য করে সাবেক এ মন্ত্রী বলেন, ‘আমরা কীভাবে প্রতিবেশী দেশগুলোর কাছে যাচ্ছি, সেটিকে আমরা উপেক্ষা করতে পারি না। পাকিস্তান ইতিমধ্যে আমাদের বিরুদ্ধে। নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালদ্বীপও খুশি নয়। পরিস্থিতি আরও অবনতির আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিষয়টি গুরুত্ব দেওয়া উচিত। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কোন্নয়নে আমাদের মনোযোগ দিতে হবে।’

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো