Sunday 09 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজায় অব্যাহত ইসরাইলি হামলা, আরও ৪৭ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৫ ১০:৩৮ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৫

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অব্যাহত ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় গাজায় আরও ৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া একই সময়ে আরও সাতজন অনাহারে মারা গেছেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, হাসপাতালগুলোতে ৪৭টি মৃতদেহ আনা হয়েছে এবং ২০৫ জন আহত হয়েছেন। এতে গাজায় হামলার ফলে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১,৬৪,২৬৪ জনে।

মন্ত্রণালয় জানিয়েছে, অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে আছেন, যেখানে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না।

বিবৃতিতে আরও বলা হয়, মানবিক সহায়তা সরবরাহের সময় ইসরাইলি সেনাদের গুলিতে আরও পাঁচজন নিহত এবং ২৬ জনের বেশি আহত হয়েছেন। এ পর্যন্ত মানবিক সহায়তা চেষ্টার সময়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৪৮৪ জনে এবং আহত ১৮,১১৭ জনে।

বিজ্ঞাপন

একই সময়ে আরও সাতজন ফিলিস্তিনি অপুষ্টি ও অনাহারে মারা গেছেন, যাদের মধ্যে দুজন শিশু। ২০২৩ সালের অক্টোবর থেকে অনাহার-জনিত মৃত্যু এখন পর্যন্ত ৪২০ জনে পৌঁছেছে, যার মধ্যে ১৪৫ জন শিশু।

ফিলিস্তিনের দুর্ভোগ আরও তীব্র হয়েছে গত ২ মার্চ থেকে ইসরাইলি কর্তৃপক্ষ গাজার সব সীমান্ত ক্রসিং সম্পূর্ণভাবে বন্ধ করার পর। জাতিসংঘ-সমর্থিত সংস্থা আইপিসি জানিয়েছে, আগস্টের মাঝামাঝি সময়ে উত্তর গাজায় দুর্ভিক্ষ নিশ্চিত হয়েছে এবং সেপ্টেম্বরের শেষ নাগাদ তা দেইর আল-বালাহ ও খান ইউনুস পর্যন্ত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

চট্টগ্রামে ছেলের হাতে বাবা খুন
১০ নভেম্বর ২০২৫ ০১:০৯

আরো

সম্পর্কিত খবর