ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতিদের চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ আবদ করিম আল-ঘামারি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ইয়েমেনের হুতিরা এ তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, আল-ঘামারি দায়িত্ব পালনরত অবস্থায় প্রাণ হারিয়েছেন।
হুতিরা সরাসরি ইসরায়েলকে হত্যার জন্য দায়ী না করলেও উল্লেখ করেছে, তাদের সঙ্গে ইসরায়েলের সংঘাত এখনো শেষ হয়নি। হুতিরা বিবৃতিতে আরও জানিয়েছে, “ইসরায়েল তার করা অপরাধের যথাযথ শাস্তি পাবে।”
গত ২৬ সেপ্টেম্বর ইয়েমেনে হুতিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এই হামলায় অন্তত ৯ জন নিহত হন। আগের আগস্ট মাসে সানায় হুতি নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলায় হুতি সরকারের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী নিহত হন। তখন ইসরায়েল জানিয়েছিল, হামলার লক্ষ্য ছিল আল-ঘামারি ও শীর্ষ সামরিক কর্মকর্তারা।
আল-ঘামারি হুতিদের ‘জিহাদ অফিস’-এর সদস্য ছিলেন। এই অফিসের নেতৃত্বে আছেন গোষ্ঠীর শীর্ষ নেতা আব্দুল মালিক আল-হুতি, যিনি হুতিদের সামরিক অভিযান তদারক করেন।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানিয়েছেন, আল-ঘামারি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন এবং ভবিষ্যতে যে কোনো হুমকির ক্ষেত্রেও একইভাবে প্রতিক্রিয়া জানানো হবে।
এদিকে, গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি হিসেবে হুতিরা ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর বেশির ভাগ ইসরায়েলি প্রতিরক্ষাব্যবস্থা ভূপাতিত করেছে। এর জবাবে ইসরায়েল ইয়েমেনে হুতি নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলা চালায়।