জেন-জি আন্দোলনের মুখে প্রেসিডেন্ট অ্যান্ড্রু রাজোয়েলিনা দেশ ত্যাগের কয়েক দিনের মধ্যেই মাদাগাস্কারের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন দেশটির সামরিক বাহিনীর কর্নেল মাইকেল রান্দ্রিয়ানিরিনা।
শুক্রবার (১৭ অক্টোবর) রাজধানী আন্তানানারিভোতে উচ্চ সাংবিধানিক আদালত আয়োজিত এক অনুষ্ঠানে কর্নেল রান্দ্রিয়ানিরিনাকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে বৈধতা দেওয়া হয়। খবর রয়টার্সের।
বিদ্যুৎ ও পানির ঘাটতি নিয়ে শুরু হওয়া কয়েক সপ্তাহের গণবিক্ষোভ সরকারবিরোধী আন্দোলনে পরিণত হয়। জাতিসংঘ জানিয়েছে, তরুণদের নেতৃত্বাধীন ‘জেন-জি আন্দোলনে’ অন্তত ২২ জন নিহত এবং ১০০ জনের বেশি আহত হয়েছেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে বিপুল জনসমাগম হয়। সেখানে আন্দোলনের তরুণ নেতারা রাজনীতিকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অবস্থান নেন। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও ফ্রান্সের রাষ্ট্রদূতসহ বিদেশি প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
শপথের পর প্রেসিডেন্ট রান্দ্রিয়ানিরিনা ঘোষণা দেন, আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যে দেশে নির্বাচন আয়োজন করা হবে। তিনি স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, ঐকমত্যের ভিত্তিতে প্রধানমন্ত্রী নিয়োগের বিষয়ে আলোচনা চলছে।
এর আগের দিন তিনি বলেন, ‘মাদাগাস্কারের জনগণ কোনো সামরিক শাসন বেছে নেয়নি। সরকার বেসামরিকদেরই। প্রেসিডেন্ট পরিষদেও সামরিক ও বেসামরিক উভয় সদস্য রয়েছেন।’
তবে পালিয়ে যাওয়া প্রেসিডেন্ট রাজোয়েলিনার সমর্থকরা এই নিয়োগকে অবৈধ বলে নিন্দা জানিয়েছেন। তাদের দাবি, সাংবিধানিক আদালতের এই সিদ্ধান্ত পদ্ধতিগতভাবে বেআইনি এবং রাজোয়েলিনা এখনো বৈধ নেতা। তারা আরও জানান, ২৫ সেপ্টেম্বর শুরু হওয়া তরুণদের নেতৃত্বাধীন আন্দোলনে উত্থাপিত সমস্যাগুলোর সমাধান খোঁজার চেষ্টা করছেন রাজোয়েলিনা।
আন্দোলনের সময় সরকারি বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভকারীদের ওপর কঠোর দমন-পীড়নের অভিযোগ ওঠে। এতে বহু হতাহত হন। তবে ১১ অক্টোবর সেনাবাহিনীর বিশেষ ইউনিট সিএপিএসএটি ঘোষণা দেয়, তারা বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ মানবে না। এরপরই আন্দোলনের গতি পাল্টে যায় এবং ইউনিটটির প্রতি জনসমর্থন বেড়ে যায়।
রাজোয়েলিনার কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, সিএপিএসএটি বিক্ষোভকারীদের পক্ষে অবস্থান নেওয়ার পরই জীবন নিয়ে শঙ্কিত হয়ে তিনি দেশ ত্যাগ করেন।
রয়টার্স জানিয়েছে, গত রোববার রাজোয়েলিনাকে একটি ফরাসি সামরিক উড়োজাহাজে করে প্রথমে ফরাসি দ্বীপ রিইউনিয়নে নেওয়া হয়, সেখান থেকে তিনি দুবাইয়ে যান।