দীর্ঘ ১৪ বছরের প্রচেষ্টার পর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের সদস্য হলো পূর্ব তিমুর। এতে ২৬ বছর পর নতুন সদস্য পেল সংগঠনটি।
রোববার (২৬ অক্টোবর) মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত আসিয়ানের ৪৭তম শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সদস্যপদের আনুষ্ঠানিক নথিতে সই করেন জোটভুক্ত দেশগুলোর নেতারা।
আসিয়ানের বর্তমান সভাপতি মালয়েশিয়া। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বে তিন দিনব্যাপী এ সম্মেলন চলবে মঙ্গলবার পর্যন্ত।
পূর্ব তিমুর ২০১১ সালে সদস্যপদের আবেদন করে। ২০২২ সালে পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা পায় এবং এবার পূর্ণ সদস্য হলো দেশটি।
আসিয়ানের সদস্য দেশ এখন ১১টি—ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম ও পূর্ব তিমুর।
এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘অন্তর্ভুক্তি ও স্থায়িত্ব’। এতে অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্র, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের নেতারা।
সম্মেলনে উপস্থিত রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি কম্বোডিয়া ও থাইল্যান্ডের শান্তিচুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবেন।
প্রায় ১৩ লাখ জনসংখ্যার দেশ পূর্ব তিমুর ২০০২ সালে স্বাধীনতা লাভ করে।