Sunday 02 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেনিয়ায় ভারী বৃষ্টিপাতে ভূমিধস, নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক
২ নভেম্বর ২০২৫ ১১:২১ | আপডেট: ২ নভেম্বর ২০২৫ ১৩:৫৭

পশ্চিম কেনিয়ায় ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসের ঘটনায় কমপক্ষে ২১ জন নিহত এবং অন্তত ৩০ জন নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনা ঘটেছে মারাকওয়েট পূর্ব নির্বাচনী এলাকায়, যেখানে সড়ক যোগাযোগও ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর রয়টার্সের।

রোববার (২ নভেম্বর) কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কিপচুম্বা মুরকোমেন বলেন, রাতে ঘটেছে ভূমিধস, ফলে প্রায় ২৫ জন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে বিমানযোগে পশ্চিমাঞ্চলের শহর এলডোরেটে নেওয়া হয়েছে চিকিৎসার জন্য। সামান্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, উদ্ধার কার্যক্রমে সামরিক ও পুলিশ হেলিকপ্টার পাঠানো হয়েছে, এবং ক্ষতিগ্রস্তদের ত্রাণসামগ্রী সরবরাহ ও সড়ক পুনঃস্থাপনের চেষ্টা চলছে। অনুসন্ধান অভিযান রাতের জন্য স্থগিত রাখা হয়েছে, তবে রোববার সকাল থেকে পুনরায় চালু করা হবে।

বিজ্ঞাপন

মুরকোমেন স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য সতর্ক করেছেন। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছে, যা ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো ও ক্ষতিগ্রস্ত সড়কের কারণে জটিল হয়ে পড়েছে।

বছরের এই সময় কেনিয়ার পশ্চিমাঞ্চলে প্রায়শই ভারী বৃষ্টিপাত হয়। সাম্প্রতিক বছরগুলোতে এই ধরনের বন্যা ও ভূমিধসে শতাধিক মানুষ নিহত হয়েছেন। জলবায়ু পরিবর্তনকে এই চরম আবহাওয়ার অন্যতম কারণ হিসেবে বিজ্ঞানীরা দেখছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর