Sunday 23 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডারউইনে ঘূর্ণিঝড় ‘ফিনার’ আঘাত, বিমানবন্দর বন্ধ ও ব্যাপক ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক
২৩ নভেম্বর ২০২৫ ১০:২৩

অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরির রাজধানী ডারউইনে আঘাত হেনেছে ট্রপিক্যাল ঘূর্ণিঝড় ‘ফিনা’, যার প্রভাবে শহরের আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রয়েছে।

রোববার (২৩ নভেম্বর) অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো জানিয়েছে, ক্যাটাগরি-৩ ঘূর্ণিঝড়ের বাতাসের বেগ ঘণ্টায় ২০৫ কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে। শনিবার রাতে ডারউইনের ওপর দিয়ে বয়ে যাওয়ার পর রোববার ঝড়টি শহর থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে।

প্রায় ১ লাখ ৪০ হাজার বাসিন্দার জন্য ঘূর্ণিঝড় ফিনা নতুন করে মনে করিয়ে দিয়েছে ১৯৭৪ সালের ক্রিসমাসে আঘাত হানা ভয়াবহ ঘূর্ণিঝড় ট্রেসি’র স্মৃতি, যা শহরের বড় অংশ ধ্বংস করে এবং ৬৬ জনের প্রাণ নিয়েছিল।

বিজ্ঞাপন

ডারউইন আন্তর্জাতিক বিমানবন্দর জানিয়েছে, পরিস্থিতি নিরাপদ হলেই পুনরায় উড়ান চালু করা হবে। ঝোড়ো বাতাস ও ভারি বর্ষণ অব্যাহত থাকায় সতর্কতা জারি রয়েছে।

জরুরি সংস্থা সিকিউরএনটি বাসিন্দাদের বিদ্যুৎবাহী তার ছিঁড়ে পড়া এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে এবং সতর্ক করেছে, এখন বাইরে ঘুরে দেখা নিরাপদ নয়।

সরকারি প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড ওয়াটার করপোরেশন জানিয়েছে, কত মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় আছে তা এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। রোববার সকাল থেকেই ক্ষয়ক্ষতির মূল্যায়ন শুরু হয়েছে।

এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ঝড়ের আঘাতে বাড়িঘর ও বিভিন্ন অবকাঠামোর ক্ষতি হয়েছে, তবে কেউ গুরুতরভাবে আহত হয়নি। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, ক্যাটাগরি-৩ ঘূর্ণিঝড় সাধারণত গাছপালা, ফসল ও দুর্বল স্থাপনায় বড় ধরনের ক্ষতি ঘটায় এবং বিদ্যুৎ সরবরাহে ব্যাঘাত সৃষ্টি করে।

এর আগে, এই বছরের মার্চে ঘূর্ণিঝড় অ্যালফ্রেড কুইন্সল্যান্ডে আঘাত হানে এবং ব্যাপক বিদ্যুৎ বিপর্যয় ঘটায়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর