Friday 16 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফগানদের ভিসা দেওয়া বন্ধ করল ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক
৩০ নভেম্বর ২০২৫ ১১:৪৭ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ১৩:৩১

যুক্তরাজ্যের ভিসা। ফাইল ছবি

যুক্তরাষ্ট্র আফগান নাগরিকদের জন্য সকল ভিসা প্রক্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিশ্বজুড়ে সব মার্কিন দূতাবাস ও কনস্যুলার অফিসে এ নির্দেশনা পাঠিয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বার্তায় বলা হয়েছে, কোনো আফগান নাগরিককে নতুন ভিসা দেওয়া হবে না এবং প্রক্রিয়াধীন সব ভিসা স্থগিত থাকবে। অভিবাসী, অ-অভিবাসী ও বিশেষ অভিবাসন ভিসা সহ সব ধরণের ভিসা এ নিষেধাজ্ঞার আওতায় এসেছে। যুক্তরাষ্ট্রে থাকা আফগান নাগরিকদের ভিসাও বাতিল করা হয়েছে।

জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এবং নাগরিকদের নিরাপত্তা সর্বোচ্চ প্রাধান্য পাচ্ছে। এ বিষয়ে আপোস করা হবে না।

বিজ্ঞাপন

নিষেধাজ্ঞার পেছনে একটি সাম্প্রতিক ঘটনা প্রেক্ষাপট হিসেবে আছে। বুধবার ওয়াশিংটন ডিসিতে আফগান নাগরিক রহমানউল্লাহ লাকনওয়াল ন্যাশনাল গার্ড সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে, এতে দুই জন আহত হন এবং একজনের মৃত্যু হয়। লাকনওয়াল পূর্বে সিআইএ-এর এজেন্ট হিসেবে কাজ করেছিলেন এবং ২০২১ সালে তালেবান ক্ষমতাকালীন যুক্তরাষ্ট্রে এসেছিলেন।

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা এ হামলার কয়েক ঘণ্টার মধ্যে আফগান নাগরিকদের স্থায়ী বসবাস ও নাগরিকত্বের জন্য করা আবেদন বাতিল করেছে। ২০২১ সালের আফগান সেনা প্রত্যাহারের পর প্রায় ২ লাখ আফগান বিশেষ ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। নতুন নির্দেশনার ফলে তাদের সবার ভিসা বাতিল হয়েছে।

আফগান ইভ্যাকের প্রেসিডেন্ট শন ভ্যানডিভার রয়টার্সকে জানিয়েছেন, “দীর্ঘদিন ধরে ট্রাম্প প্রশাসন এ ধরনের পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল।”

বিজ্ঞাপন

এবার জিগাতলায় আবাসিক ভবনে আগুন
১৬ জানুয়ারি ২০২৬ ১৬:১১

আরো

সম্পর্কিত খবর