Thursday 04 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রেমলিনে পুতিন–মার্কিন দূতদের ৫ ঘণ্টার বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক
৪ ডিসেম্বর ২০২৫ ০৯:৩৭

ক্রেমলিনে পুতিন–মার্কিন দূতদের ৫ ঘণ্টার বৈঠক করেছেন।

ইউক্রেন যুদ্ধের সম্ভাব্য সমাপ্তি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মঙ্গলবার ক্রেমলিনে যুক্তরাষ্ট্রের আলোচকদের টানা পাঁচ ঘণ্টার বৈঠক হয়েছে। খবর বিবিসির প্রকাশিত প্রতিবেদন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) পুতিনের সহকারী ইউরি উশাকভ জানিয়েছেন, মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকটি গঠনমূলক হলেও এখনও অনেক কাজ বাকি রয়েছে।

বৈঠকের কয়েক ঘণ্টা আগে পুতিন ইউরোপকে সতর্ক করে বলেন, ‘যদি ইউরোপ আমাদের সঙ্গে যুদ্ধ করতে চায়, আমরা প্রস্তুত।’

তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র–রাশিয়া শান্তি আলোচনার খসড়ায় ইউরোপীয় দেশগুলো যে অতিরিক্ত শর্ত যুক্ত করেছে, তা রাশিয়ার জন্য গ্রহণযোগ্য নয়।

বিজ্ঞাপন

গত দুই সপ্তাহ ধরে কিয়েভের প্রতিনিধিদের সঙ্গে একাধিক আলোচনার পরেই মার্কিন দূতদের মস্কো সফর করা হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি এই বৈঠকের পর যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের কাছ থেকে একটি বিস্তৃত ব্রিফিং আশা করছেন।

জেলেনস্কি মন্তব্য করেন, ‘এখন আগের যেকোনো সময়ের চেয়ে যুদ্ধ শেষ করার সুযোগ বেশি,” তবে আলোচনায় আসা প্রস্তাবগুলো নিয়ে আরও কাজ প্রয়োজন।’

তিনি আয়ারল্যান্ডের ডাবলিনে সরকারি সফরের সময় এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আজকের বৈঠকের ফলাফলের ওপর অনেক কিছু নির্ভর করছে।’

নভেম্বরে সামনে আসা ২৮ দফা শান্তি পরিকল্পনা নিয়ে কিয়েভের প্রতিনিধিরা ইতোমধ্যে মার্কিন আলোচকদের সঙ্গে দুই দফা বৈঠক করেছেন। এসব আলোচনায় উইটকফ, কুশনার এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অংশ নিয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর