Tuesday 09 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাকার্তায় অফিস ভবনে ভয়াবহ আগুন, নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক
৯ ডিসেম্বর ২০২৫ ১৯:৪১

জাকার্তায় একটি সাততলা অফিস ভবনে ভয়াবহ আগুন।

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি সাততলা অফিস ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) স্থানীয় গণমাধ্যম কমপাস টিভি জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্তের জন্য মরদেহগুলো হাসপাতালে পাঠানো হয়েছে।

তথ্যটি নিশ্চিত করেছেন সেন্ট্রাল জাকার্তা মেট্রো পুলিশের প্রধান সুসাত্যো পুরনোমো কন্দ্রো।

পুলিশ প্রধান জানান, ভবনের প্রথম তলায় একটি ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত ঘটে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং ধোঁয়া ছয়তলা পর্যন্ত পৌঁছে যায়। আগুন নিয়ন্ত্রণে আনার পরও উদ্ধারকর্মীরা ভবনের ভেতরে তল্লাশি চালাচ্ছেন, কারণ আরও কেউ আটকা পড়েছে কি না তা যাচাই করা হচ্ছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিস্তারিত তদন্তের ঘোষণা দিয়েছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর