ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস জলবায়ু পরিবর্তন পরিষেবা (C3S) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্ব ইতিহাসের দ্বিতীয় বা তৃতীয় সবচেয়ে উষ্ণ বছর হতে পারে। এটি সম্ভবত ২০২৪ সালের রেকর্ড ভাঙা তাপমাত্রার চেয়েও বেশি হতে পারে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) C3S-এর দেওয়া বুলেটিন অনুযায়ী, ২০২৫ সালের গড় বৈশ্বিক তাপমাত্রা প্রাক-শিল্প যুগের তুলনায় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই তাপমাত্রার উত্থান মূলত জীবাশ্ম জ্বালানি পোড়ানো এবং গ্রিনহাউস গ্যাস নির্গমনের কারণে ঘটছে।
এ বছর বিশ্বজুড়ে চরম আবহাওয়ার ঘটনা বৃদ্ধি পেয়েছে। ফিলিপাইনে টাইফুন কালমেগিতে ২০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং স্পেনে তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানল হয়েছে। বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন, এই চরম আবহাওয়া জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঘটেছে।
বিশ্ব আবহাওয়া সংস্থা জানিয়েছে, গত ১০ বছর ছিল বিশ্ব ইতিহাসের সবচেয়ে উষ্ণতম দশক। ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী বৈশ্বিক উষ্ণায়ন ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার লক্ষ্য নির্ধারিত হয়েছিল। তবে জাতিসংঘ সতর্ক করে বলেছে, এখন আর ১.৫ ডিগ্রি লক্ষ্য অর্জন বাস্তবসম্মত নয়। সরকারের কাছে দ্রুত কার্বন ডাই অক্সাইড নির্গমন কমানোর আহ্বান জানানো হয়েছে।