তুরস্কে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর প্রায় ১১৫ জন সন্দেহভাজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তারা বড়দিন এবং নববর্ষের অনুষ্ঠানে পরিকল্পিত হামলার পরিকল্পনা করছিল বলে সন্দেহ করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটরের বরাত দিয়ে বিবিসি এ খবর প্রকাশ করেছে।
প্রসিকিউটর বলেছেন, তারা তথাকথিত ইসলামিক স্টেট গ্রুপের ১০০ জনেরও বেশি সন্দেহভাজন সদস্যকে গ্রেফতার করে বড়দিন এবং নববর্ষের অনুষ্ঠানে হামলার পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছেন।
এক বিবৃতিতে শহরের প্রধান প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৩৭ জনকে আটক করার নির্দেশ দেওয়া হয়। এদের মধ্যে থেকে ১১৫ জনকে গ্রেফতার করা হয়েছে, আরও ২২ জনকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
বিবৃতিতে আরও বলা হয়, আইএস সমর্থকরা এই সপ্তাহে তুরস্ক জুড়ে সহামলার পরিকল্পনা করছিল। বিশেষ করে তাদের মূল লক্ষ্য ছিল অমুসলিমরা।
এছাড়া, ইস্তাম্বুল জুড়ে ১২৪টি ঠিকানায় ব্যাপক অভিযান চালানো হয়েছে। এ সময় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং সাংগঠনিক নথি জব্দ করা হয়েছে।
প্রসিকিউটরের অফিস জানিয়েছে, সন্দেহভাজনরা তুরস্কের বাইরের আইএস কর্মীদের সাথে যোগাযোগ করছিল।
আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে তুর্কি গোয়েন্দারা এই গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালানোর দুই দিন পর এই ঘোষণা আসে।