Wednesday 31 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জন এফ কেনেডির নাতনি টাটিয়ানা শ্লসবার্গের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৫ ১৬:১৮

টাটিয়ানা শ্লসবার্গ। ছবি: গেটি ইমেজ

যুক্তরাষ্ট্রের ৩৫তম প্রেসিডেন্ট জন এফ কেনেডির নাতনি টাটিয়ানা শ্লসবার্গ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৩৫ বছর।

বিবিসির খবরে বলা হয়েছে, মঙ্গলবার (২৯ ডিসেম্বর) টাটিয়ানা শ্লসবার্গের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার পরিবার।

জন এফ কেনেডি প্রেসিডেনশিয়াল লাইব্রেরি অ্যান্ড মিউজিয়ামের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে পরিবারের পক্ষ থেকে লেখা হয়, ‘আমাদের প্রিয় টাটিয়ানা আজ সকালে চলে গেছেন। তিনি চিরকাল আমাদের হৃদয়ে থাকবেন।’

গত নভেম্বরে লেখা এক নিবন্ধে টাটিয়ানা শ্লসবার্গ বলেছিলেন, তার শরীরে বিরল জিনগত পরিবর্তনযুক্ত অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া (এএমএল) ধরা পড়েছে, যা একধরনের রক্ত ও অস্থিমজ্জার ক্যানসার। তিনি এক বছরেরও কম সময় বাঁচবেন।

বিজ্ঞাপন

টাটিয়ানা শ্লসবার্গ জলবায়ু পরিবর্তন ও পরিবেশবিষয়ক সাংবাদিক ছিলেন। তিনি সাবেক মার্কিন কূটনীতিক ক্যারোলাইন কেনেডি এবং নকশাকার ও শিল্পী এডউইন শ্লসবার্গের দ্বিতীয় সন্তান। ক্যারোলাইন কেনেডি যুক্তরাষ্ট্রের প্রয়াত প্রেসিডেন্ট জন এফ কেনেডির মেয়ে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর