Tuesday 06 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেলসি রদ্রিগেজকে ট্রাম্পের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
৫ জানুয়ারি ২০২৬ ১৩:৩৫ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৬ ১৫:৫০

ভেনেজুয়েলার অন্তর্বতীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়া ডেলসি রদ্রিগেজকে কড়া সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, রদ্রিগেজ যদি সঠিকভাবে কাজ না করেন, তবে তাকে সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর চেয়েও বড় মূল্য দিতে হবে।

মার্কিন ম্যাগাজিন দ্য আটলান্টিককে দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন ট্রাম্প। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যদি তিনি সঠিকভাবে কাজ না করেন, তাহলে তাকে অনেক বড় মূল্য দিতে হবে। সম্ভবত মাদুরোর চেয়েও বেশি।’

রোববার (৪ জানুয়ারি) রাতে সুপ্রিম কোর্ট ও সেনাবাহিনীর সমর্থনে ডেলসি রদ্রিগেজ আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার অন্তর্বতীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর মন্ত্রিসভার সঙ্গে প্রথম বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

বিজ্ঞাপন

এর আগে মধ্যরাতে সামরিক অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার ঘটনায় নিজ দেশেই সমালোচনার মুখে পড়েন প্রেসিডেন্ট ট্রাম্প। চীন, রাশিয়াসহ একাধিক দেশ এ ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে।

তবে অভিযানের পক্ষে সাফাই গাইতে গিয়ে ট্রাম্প বলেন, মাদুরোর শাসনামল ভেনেজুয়েলার জন্য ছিল ‘সবচেয়ে বাজে’ সময়। তার দাবি, ওই শাসনামলে দেশটি চরম অস্থিরতা ও দুর্নীতির মধ্যে নিমজ্জিত হয়েছিল।

বিজ্ঞাপন

মোস্তাফিজকে লুফে নিল পিএসএল
৬ জানুয়ারি ২০২৬ ২১:৩৭

আরো

সম্পর্কিত খবর