ইরানের বিভিন্ন শহরে সরকারবিরোধী বিক্ষোভ ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ অব্যাহত রয়েছে। দেশজুড়ে অস্থিরতা শুরু হওয়ার ১১ দিনে অন্তত ৩৪ জন বিক্ষোভকারী এবং চারজন নিরাপত্তা সদস্য নিহত হয়েছে। এছাড়া দুই হাজার ২০০ জনকে গ্রেফতার করা হয়েছে।
বিক্ষোভ শুরু হয় ২৮ ডিসেম্বর, তেহরানে মার্কিন ডলারের বিপরীতে ইরানি মুদ্রা রিয়ালের মূল্যহ্রাস ও অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে। রিয়ালের পতন এবং ৪০ শতাংশের বেশি মুদ্রাস্ফীতি জনসাধারণকে রাস্তায় নামতে বাধ্য করেছে।
বিক্ষোভকারীরা রাজধানী তেহরান ও দেশের ৩১টি প্রদেশের ১১১টি শহর ও নগরে আন্দোলন ছড়িয়েছে। ভিডিওতে দেখা গেছে, নিরাপত্তা বাহিনী গুলি ও টিয়ার গ্যাস ব্যবহার করছে, বিক্ষোভকারীরা পাথর ছুড়ছে। জনগণ কখনও আয়াতুল্লাহ আলী খামেনি, কখনও নির্বাসিত শাহের ছেলে রেজা পাহলভী ও ধর্মীয় নেতৃত্বকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছে।
ফার্স সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, বুধবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় লোরদেগানে দুই পুলিশ নিহত হয়েছে। দেশজুড়ে বিক্ষোভ বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে, যার মধ্যে তেহরান, কাজভিন, মাশহাদ ও আবাদান উল্লেখযোগ্য।
স্বাধীন আন্তর্জাতিক গণমাধ্যমের সরাসরি প্রতিবেদনের ওপর কঠোর বিধিনিষেধ থাকায় পরিস্থিতির বিস্তারিত যাচাই সীমিত। তবে ভিডিও ফুটেজে সহিংস সংঘর্ষ এবং জনতার প্রতিবাদ স্পষ্টভাবে দেখা গেছে।