Friday 16 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাম্পকে নোবেল পুরস্কারের পদক উপহার দিলেন মাচাদো

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জানুয়ারি ২০২৬ ০৯:৪৫

ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ শেষে সমর্থকদের উদ্দেশে হাত নাড়ছেন মাচাদো। ছবি: রয়টার্স

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া করিনা মাচাদো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) হোয়াইট হাউসে একটি ব্যক্তিগত বৈঠক শেষে ট্রাম্পকে তার নোবেল শান্তি পুরস্কারের পদক প্রদান করেন।

বৈঠক শেষে মাচাদো বলেন, ‘আজ আমাদের ভেনেজুয়েলারদের জন্য একটি ঐতিহাসিক দিন।’

ট্রাম্পের সঙ্গে এটি ছিল তাদের প্রথম সরাসরি সাক্ষাৎ। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক ও মাদক পাচার সংক্রান্ত অভিযোগ আনার প্রেক্ষাপটেই এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ট্রাম্প এই পদক পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কৃতজ্ঞতা জানিয়েছেন। এক পোস্টে তিনি জানান, ‘এই পুরস্কার পারস্পরিক শ্রদ্ধার চমৎকার নিদর্শন।’

বিজ্ঞাপন

ট্রাম্পের সঙ্গে সরাসরি প্রথমবার সাক্ষাতের পর মাচাদো বলেন, ‘আমি মনে করি, আজ ভেনেজুয়েলাবাসীর জন্য একটি ঐতিহাসিক দিন।’

তবে মার্কিন প্রেসিডেন্ট ভেনেজুয়েলার নতুন নেতা হিসেবে মাচাদোকে আনুষ্ঠানিক সমর্থন দেননি। ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে তার আন্দোলন বিজয় দাবি করলেও ট্রাম্প বর্তমানে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধান এবং মাদুরোর সাবেক ভাইস-প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন।

এর পরও মাচাদোর সঙ্গে সাক্ষাৎকে একটি মহান সম্মান বলে উল্লেখ করেন ট্রাম্প এবং তাকে অনেক কষ্ট সহ্য করা একজন অসাধারণ নারী হিসেবে আখ্যায়িত করেন।

হোয়াইট হাউস ত্যাগের পর মাচাদো সমর্থকদের উদ্দেশ্যে স্প্যানিশ ভাষায় বলেন, ‘আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর নির্ভর করতে পারি।’

পরে সাংবাদিকদের তিনি জানান, নোবেল শান্তি পুরস্কারের পদক প্রদানকে তিনি ভেনেজুয়েলার স্বাধীনতার প্রতি ট্রাম্পের অনন্য অঙ্গীকারের স্বীকৃতি হিসেবে দেখেন।

নোবেল শান্তি পুরস্কার কমিটি অবশ্য আগেই স্পষ্ট করেছে, ‘নোবেল পুরস্কার হস্তান্তরযোগ্য নয়। এক বিবৃতিতে কমিটি জানায়, একবার নোবেল পুরস্কার ঘোষণা হলে তা প্রত্যাহার, ভাগাভাগি বা অন্য কারও কাছে হস্তান্তর করা যাবে না। এই সিদ্ধান্তটি চূড়ান্ত।’

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে কমিটি বিবিসিকে তাদের পূর্ববর্তী বক্তব্যের দিকেই ইঙ্গিত করে। এর আগে নোবেল শান্তি কেন্দ্র এক পোস্টে উল্লেখ করে, ‘একটি পদকের মালিক বদলাতে পারে, কিন্তু নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর উপাধি বদলায় না।’

ওয়াশিংটন সফরকালে মাচাদো কংগ্রেসেও মার্কিন সিনেটরদের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে সমর্থকরা মারিয়া, প্রেসিডেন্ট স্লোগান দেন এবং ভেনেজুয়েলার পতাকা প্রদর্শন করেন।

এদিকে ট্রাম্প প্রশাসন মাদুরো আটক হওয়ার পর ভেনেজুয়েলার তেল খাত পুনর্গঠনে পদক্ষেপ নিয়েছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ভেনেজুয়েলার তেলের প্রথম বিক্রি সম্পন্ন হয়েছে এবং সন্দেহভাজন একাধিক তেল ট্যাংকার জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

যেসব আসনে লড়বে এনসিপি
১৬ জানুয়ারি ২০২৬ ০০:০৪

আরো

সম্পর্কিত খবর