বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সদ্যপ্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শোক ও শ্রদ্ধা জানিয়েছে ভারতের পার্লামেন্ট।
বুধবার (২৮ জানুয়ারি) দেশটির পার্লামেন্ট অধিবেশনে প্রয়াতদের স্মরণ পর্বে খালেদা জিয়ার প্রতি শোক জানানো হয়।
ভারতীয় পার্লামেন্টের স্পিকার ওম বিড়লা শোক বার্তা পাঠ করেন। এরপর খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ পার্লামেন্টের সব সদস্যরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
তার আগে বিমান দুর্ঘটনায় নিহত মহারাষ্ট্রের উপমূখ্যমন্ত্রী, লোকসভার সাবেক পাঁচ সদস্য এবং বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়। এ সময় সবার নাম উচ্চারণ করা হয়। এরপর সাংসদরা দাঁড়িয়ে তাদের প্রতি সমবেদনা ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।
গত ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে মারা যান বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। পরদিন জাতীয় সংসদ ভবনের সামনে জানাজা শেষে তাকে তাঁর স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হয়।