পাকিস্তানের বেলুচিস্তানের পৃথক দুটি স্থানে সেনাবাহিনীর অভিযানে ৪১ সন্ত্রাসী নিহত হয়েছেন। নিহতরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী ‘ফিতনা-আল-খাওয়ারিজ’ এবং ‘ফিতনা-আল-হিন্দুস্তান’র সদস্য।
শুক্রবার (৩০ জানুয়ারি) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) বরাতে সামা নিউজের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম অভিযানটি পরিচালিত হয় বেলুচিস্তানের হারনাই জেলার নিকটবর্তী একটি এলাকায়। গোপন সংবাদের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী ওই এলাকার একটি সন্ত্রাসী আস্তানায় হানা দিলে উভয় পক্ষের মধ্যে তীব্র লড়াই শুরু হয়। এতে অন্তত ৩০ জন সন্ত্রাসী নিহত হয়। অভিযান শেষে সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে নিরাপত্তা বাহিনী, যা পরবর্তীতে ঘটনাস্থলেই ধ্বংস করে দেওয়া হয়।
একই দিনে দ্বিতীয় অভিযানটি চালানো হয় পাঞ্জগুর এলাকায়। সেখানে ‘ফিতনা-আল-হিন্দুস্তান’ নামক গোষ্ঠীর ১১ জন সশস্ত্র সন্ত্রাসীকে হত্যা করে নিরাপত্তা বাহিনী।
আইএসপিআর জানিয়েছে, নিহতরা অতীতে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিল এবং তাদের আস্তানা থেকে একটি ব্যাংক ডাকাতির লুটের টাকা উদ্ধার করা হয়েছে। ধ্বংস করা হয়েছে তাদের ব্যবহৃত একাধিক গোপন আস্তানা।
এই সফল অভিযানের পর সামরিক মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, দেশ থেকে সন্ত্রাসবাদ নির্মূল করতে নিরাপত্তা বাহিনী তাদের অভিযান অব্যাহত রাখবে এবং জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করার যে কোনো প্রচেষ্টা কঠোর হাতে দমন করা হবে।