Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদি প্রিন্স তালাল বিন আব্দুল আজিজ মারা গেছেন


২৩ ডিসেম্বর ২০১৮ ০৪:০৯

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

সংস্কারবাদী সৌদি প্রিন্স তালাল বিন আব্দুল আজিজ মারা গেছেন। শনিবার (২২ ডিসেম্বর) দেশটির রয়েল কোর্ট তার মৃত্যুর খবর জানিয়েছে। মৃত্যুকালে প্রিন্সের বয়স হয়েছিল ৮৭ বছর। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

রয়টার্স জানিয়েছে, বেশ কয়েক বছর ধরেই অসুস্থ ছিলেন সংস্কারবাদী এই প্রিন্স। তিনি সৌদি আরবের আল সাউদ পরিবারের সিনিয়র সদস্য ও ধনকুবের আলওয়ালিদ বিন তালালের বাবা। রোববার (২৩ ডিসেম্বর) প্রিন্সের জানাজা অনুষ্ঠিত হবে।

প্রিন্স তালাল বিন আবদুল আজিজ সৌদির বিভিন্ন নিয়মের সংস্কারের পক্ষে ছিলেন। সৌদি নারীদের গাড়ি চালানোর অনুমতির পক্ষেও ছিল তার অবস্থান। ১৯৫০ থেকে ১৯৬০ সালে তিনি যোগাযোগ ও অর্থমন্ত্রীসহ সরকারের গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তবে, ১৯৬০ সাল থেকে তাকে নির্বাসিত জীবন যাপন করতে হয়। মিশরীয় প্রেসিডেন্ট গামাল আদেল নাসেরর সঙ্গে এক হয়ে সৌদির সংবিধান পরিবর্তনের দাবির কারণে তার পাসপোর্ট বাতিল করেছিল সৌদি কর্তৃপক্ষ। পরে ১৯৬৪ সালে ফয়সাল বিন আব্দুল আজিজ আল সাউদ বাদশা হওয়ার পর তালাল আবার সৌদি ফিরে আসেন।

২০১১ সালে তিনি অ্যালিজিয়েন্স পরিষদ থেকে পদত্যাগ করেন। জীবনের শেষ দিকে বেশ কয়েক বছর ধরেই অসুস্থ ছিলেন তিনি।

সারাবাংলা/ইএইচটি/এসএন

তালাল বিন আব্দুল আজিজ সৌদি প্রিন্স

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর