১৮৪ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি
২২ মার্চ ২০১৯ ০০:৫৩
আসন্ন লোকসভা নির্বাচনে প্রথম দফায় ১৮৪টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করলো ভারতের ক্ষমাতসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বৃহস্পতিবার (২১ মার্চ) দিল্লিতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেন বিজেপি নেতা জেপি নাড্ডা।
দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর প্রদেশের বারনাসি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দলের সভাপতি অমিত শাহ লড়বেন বিজেপির সবচেয়ে সুরক্ষিত আসন গুজরাটের গান্ধিনগরে। সাবেক সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং লড়বেন লখনউ আসনে এবং সাবেক আরেক সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি প্রতিদ্বন্দ্বিতা করবেন নাগপুর আসনে। উল্লেখ্য দুজনই গতবার এই দুই আসনে লড়ে জয় পেয়েছিলেন।
অটল বিহারী বাজপেয়ি সরকারের উপ প্রধানমন্ত্রী ও দলটির সবচেয়ে প্রবীণ নেতাদের অন্যতম লালকৃষ্ণ আদভানির নাম স্থান পায়নি ১৮৪ জনের প্রথম কিস্তির এই প্রার্থী তালিকায়। এতে এল কে আদভানির রাজনৈতিক ক্যারিয়ার ইতি ঘটতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য গুজরাটের গান্ধিনগর থেকে ২০১৪ লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রায় পাঁচ লাখ ভোটের ব্যবধানে জয় পেয়েছিলেন এল কে আদভানি। এছাড়া ১৯৯৮ সাল থেকে এই আসনেই প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিবারই জয় পেয়েছিলেন তিনি।
কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি গতবারের মতো এবারও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে আমেথি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। হেমা মালিনি লড়বেন মাথুরা থেকে। পশ্চিমবঙ্গে বাবুল সুপ্রিয় আসানসোলায় প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেখানে তিনি লড়বেন তৃণমুল কংগ্রেসের মুনমুন সেনের বিপক্ষে।
উত্তরপ্রদেশের ২৮টি আসন, পশ্চিমবঙ্গের ২৮টি, কর্নাটকের ২১টি, রাজস্থানের ১৬টি, মহারাষ্ট্রের ১৬টি, কেরেলার ১৩টি, তেলঙ্গানার ১০টি, ওড়িশার ১০টি, আসামের ৮টি, ছত্তিশগড়ের ৫টি, জম্মু ও কাশ্মীরের ৫টি, তামিলনাড়ুর ৫টি, উত্তরাখণ্ডের ৫টি, অরুণাচল প্রদেশের ২টি, ত্রিপুরার ২টি, অন্ধ্রপ্রদেশের ২টি, মনিপুরের ২টি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ১টি, দাদরা ও নগর হাওয়েলির ১টি, লক্ষদ্বীপের ১টি, মিজোরামের ১টি এবং সিকিমের ১টি আসন রয়েছে।
বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী প্যানলের তৃতীয়বারের বৈঠকের একদিন পর এই প্রার্থী তালিকা ঘোষণা করলো দলটি।
সারাবাংলা/ আইই/এমআরপি