শ্রীলংকায় নিহত ১৩ কোটি ৮০ লাখ মানুষ, ট্রাম্পের টুইট
২১ এপ্রিল ২০১৯ ২০:৫৫
ঢাকা: শ্রীলংকায় আট সিরিজ বোমা হামলার ঘটনায় সর্বশেষ খবরে দুই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। যদি জানেন, দুই শতাধিক নন, ‘মারা গেছেন ১৩ কোটি ৮০ লাখ মানুষ।’ এ তথ্য জানার পর পাঠকের মনে খটকা লাগতে পারে। আর এই খটকার জন্মদাতা যদি হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! নিশ্চয় তখন বিস্ময়ের পারদ অনেক উঁচুতে উঠবে।
দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলংকায় সিরিজ বোমা হামলার ঘটনা এখন পুরো বিশ্বের গণমাধ্যমগুলোর শিরোনাম। বিশ্বনেতারা এ ঘটনায় শোক ও সমবেদনা অব্যাহত রেখেছেন। শ্রীলংকার হতাহত মানুষের প্রতি সমবেদনা জানানো বিশ্ব নেতাদের একজন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি শোক জানাতে গিয়ে টুইটে ভুল তথ্য দিয়েছেন।
টুইট বার্তায় ট্রাম্প জানিয়েছেন, শ্রীলঙ্কায় বোমা হামলার ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত।
ট্রাম্প লেখেন, গীর্জা এবং হোটেলে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে আন্তরিক শোক প্রকাশ করছি। যে হামলায় কমপক্ষে ১৩৮ মিলিয়ন (১৩ কোটি ৮০ লাখ) মানুষ প্রাণ হারিয়েছেন, গুরুতর আহত হয়েছেন আরও ৬০০ জন। আমরা শ্রীলংকাকে সহায়তা করতে প্রস্তুত।
ওই টুইটের স্ক্রিনশট বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে সংবাদের যোগান হয়েছে। ডোনাল্ট ট্রাম্পের এমন ‘ভুলভাল’ টুইট ভাইরাল হয়েছে। যদিও কিছুক্ষণ পর টুইটটি মুছে ফেলেন ডোনাল্ড ট্রাম্প।
উল্লেখ্য, খ্রিস্টানদের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে’তে শ্রীলংকার তিন গির্জা ও তিন হোটেলসহ মোট আটটি জায়গায় সিরিজ বোমা হামলা চালানো হয়েছে। হামলায় ৩৫ বিদেশিসহ অন্তত ২০৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচ শতাধিক। রোববার (২১ এপ্রিল) পৃথক জায়গায় এসব হামলা চালানো হয়।
হামলার পরিপ্রেক্ষিতে শ্রীলংকায় কারফিউ জারি করা হয়েছে। প্রোপাগান্ডা এড়াতে এরইমধ্যে সোশ্যাল মিডিয়া এবং মেসেজিং অ্যাপসগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ২২ ও ২৩ এপ্রিল সরকারি এবং বেসরকারি সব বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। শ্রীলংকার জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনা। সূত্র: হিন্দুস্থান টাইমস।
সারাবাংলা/একে
আরও পড়ুন
শ্রীলংকায় আরও এক হামলা, সব স্কুল বন্ধ ঘোষণা
শ্রীলংকায় বোমা হামলায় শেখ হাসিনার নিন্দা ও শোক
হামলার বিষয়ে আগেই সতর্ক করেছিলেন পুলিশ প্রধান
শ্রীলংকায় কারফিউ জারি, প্রোপাগান্ডা এড়াতে বন্ধ ফেসবুক
শ্রীলংকায় সিরিজ বোমা হামলার সর্বশেষ আপডেট: নিহত ১৫৮
শ্রীলংকায় বাংলাদেশিদের নিরাপদে থাকার আহ্বান হাইকমিশনের