নিয়ন্ত্রণে কোভিড-১৯, এবার খুলছে চীনা বিশ্ববিদ্যালয়
৩ মে ২০২০ ০১:৫৪
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস কোভিড-১৯ আজ বিশ্বব্যাপী দাপিয়ে বেড়ালেও চীন করোনা জয়ের কাছাকাছি পৌঁছেছে। পরিস্থিতি এখন অনেকটাই তাদের নিয়ন্ত্রণে। তাই, স্প্রিং সেমিস্টারের জন্য চীনের চিয়াংশি প্রদেশের বিশ্ববিদ্যালয়গুলো ধারাবাহিকভাবে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
চিয়াংশি ইউনির্ভাসিটি অফ ফাইন্যান্স এন্ড ইকোনোমিক্স বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ফিরতে নোটিশ প্রদান করা হয়েছে। এই নোটিশে শিক্ষার্থীদের আগামী ১১ মে ক্যাম্পাসে ফিরতে বলা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, বর্তমানে চিয়াংশি প্রদেশসহ চীনের কোভিড -১৯ মহামারী পরিস্থিতি সফল এবং কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। এর ফলস্বরূপ, চিয়াংশি প্রদেশের বিশ্ববিদ্যালয়গুলি ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ফিরতে তারিখ ঘোষণা করেছে। এরই ধারবাহিকতায় চিয়াংশি ইউনির্ভাসিটি অফ ফাইন্যান্স এন্ড ইকোনোমিক্স ১১ মে তাদের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের স্বাগত জানাবে।
চীনের শিক্ষার্থীরা অতি শীঘ্রই ক্যাম্পাস জীবন শুরু করলেও সহসাই চীনে যেতে পারছেন না বিদেশি শিক্ষার্থীরা। তাদেরকে নিজ নিজ দেশেই অবস্থান করতে হবে।
উক্ত নোটিশে এসম্পর্কে বলা হয়েছে, ‘দুর্ভাগ্যক্রমে, মহামারিটি এখনও বিশ্বব্যাপী একটি বড় চ্যালেঞ্জ। রয়েছে ব্যাপকভাবে সংক্রামণের ঝুঁকি। এর আলোকে, আমরা বর্তমানে আমাদের বিদেশী শিক্ষার্থীদের, যারা বর্তমানে চীনের বাইরে রয়েছে তাদের বিশ্ববিদ্যালয়ে ফেরার তারিখটি বিলম্ব করার সিদ্ধান্ত নিয়েছি। সুতরাং, চিয়াংশি ইউনির্ভাসিটি অফ ফাইন্যান্স এন্ড ইকোনোমিক্সের আন্তর্জাতিক শিক্ষার্থী, যারা বর্তমানে চীনের বাইরে নিজ নিজ দেশে রয়েছেন, তাদেরকে ওভারসিজ এডুকেশন অফিস থেকে পরবর্তী নোটিশ দেওয়ার আগে বিশ্ববিদ্যালয়ে আসতে নিষেধ করা হচ্ছে।’ কারও যদি কোনও প্রশ্ন থাকে তবে ইমেল বা ওয়েচ্যাটের মাধ্যমে শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
উল্লেখ্য, চীনের উহান শহর থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস ইতোমধ্যে বিশ্বের প্রায় ২১২ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। করোনা ভাইরাসের প্রার্দুভাবের কারণে চীনে সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ রাখে বিশ্ববিদ্যালয়গুলো। এতদিন অনলাইনের মাধ্যমে শিক্ষাকার্যক্রম অব্যাহত রাখে তারা।
উহান করোনাভাইরাস কোভিড-১৯ চিয়াংশি ইউনির্ভাসিটি অফ ফাইন্যান্স এন্ড ইকোনোমিক্স