ভিয়েতনামে করোনায় প্রথম মৃত্যু
৩১ জুলাই ২০২০ ১৭:৫৮
নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর প্রায় ৭ মাস পর এই প্রথম ভিয়েতনামে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটলো। শুক্রবার (৩১ জুলাই) ভিয়েতনামের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রচারিত এক খবরে জানানো হয়, ৭০ বছর বয়সী এক বৃদ্ধ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
এর আগে গত সপ্তায় প্রায় তিন মাস পর দেশটিতে ফের করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়। প্রায় সাড়ে নয় কোটি জনসংখ্যার দেশ ভিয়েতনামে এ পর্যন্ত ৫০৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
ভাইরাসটির কথিত উৎপত্তিস্থল চীনের প্রতিবেশী হয়েও করোনাভাইরাস মোকাবিলায় সবচেয়ে সফল দেশগুলোর অন্যতম ভিয়েতনাম। ভাইরাসের ব্যাপক প্রকোপ শুরু হওয়ার আগেই ভিয়েতনাম মহামারি মোকাবিলায় বিস্তারিত পদক্ষেপ নেয়। সেদেশে কোনো করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার আগেই ভ্রমণে কড়াকড়ি আরোপ করে কর্তৃপক্ষ। সেসময় কেউ ভিয়েতনামে প্রবেশ করলে সরকারি ব্যবস্থাপনায় ১৪ দিনের আবশ্যিক কোয়ারেনটাইনে থাকার ব্যবস্থা নেয় সরকার।
এর ফলস্বরূপ করোনায় আক্রান্ত হয়ে ‘শূন্য মৃত্যুর দেশ’ হিসেবে বিরল অবস্থান এতদিন ধরে রেখেছিলো দেশটি। তবে শুক্রবার একজনের মৃত্যুর ঘটনায় দেশটিতে করোনাভাইরাসের বিস্তারের আশঙ্কা তৈরি হয়েছে।
উল্লেখ্য, বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৬ লাখ ৭৬ হাজারের বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। এছাড়া এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে ১ কোটি ৭৪ লাখ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিষ্ঠানটিকে মোকাবিলা করতে হয়েছে এমন দূর্যোগের মধ্যে এটিই সবচেয়ে বড় দূর্যোগ।