Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিয়েতনাম থেকে এলো সাড়ে ১২ হাজার মেট্রিক টন চাল

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৫ ১৩:০০ | আপডেট: ৭ এপ্রিল ২০২৫ ১৫:৫৫

চাল ভর্তি জাহাজ এমভি এমডি সি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়।

ঢাকা: ভিয়েতনাম থেকে বাংলাদেশে ১২ হাজার ৭০০ মেট্রিক টন চাল এসেছে। সোমবার (৭ এপ্রিল) চাল ভর্তি জাহাজ এমভি এমডি সি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। দুপুরে খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়, ৩ ফেব্রুয়ারি সম্পাদিত জি টু জি চুক্তির আওতায় (প্যাকেজ-১) ভিয়েতনাম থেকে ১২ হাজার ৭০০ মেট্রিক টন আতপ চাল নিয়ে mv MD SEA জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জি টু জি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে মোট এক লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির চুক্তি হয়েছে। ইতোমধ্যে চুক্তি মোতাবেক ৬০ হাজার মেট্রিক টন চাল দেশে পৌঁছেছে।

জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে এবং চাল খালাসের কার্যক্রম দ্রুত শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/ইআ

চাল ভিয়েতনাম

বিজ্ঞাপন

পবিত্র আশুরা আজ
৬ জুলাই ২০২৫ ০৩:১৮

আরো

সম্পর্কিত খবর