Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিয়ের ৮ বছর পর স্ত্রী জানলেন তার স্বামী নারী ছিলেন

আন্তর্জাতিক ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২২ ১৪:১০

ঢাকা: ৪০ বছর বয়সী এক নারী বিয়ের আট বছর পর জানতে পেরেছেন তার স্বামী একজন নারী ছিলেন এবং পরে অপারেশনের মাধ্যমে তিনি লিঙ্গ পরিবর্তন করে পুরুষ হয়েছেন। বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন ওই নারী। ভারতের গুজরাটে এ ঘটনা ঘটেছে।

ভারতের টাইম অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, গুজরাটের ভাদোদারার গোটরি পুলিশ স্টেশনে শিতল নামের ওই নারী ভিরাজ বর্ধনের (পূর্বে তার নাম বিজয়তা) বিরুদ্ধে ‘কৃত্রিম যৌনতা’ এবং প্রতারণার অভিযোগ করেন। ওই অভিযোগে তিনি তার স্বামীর পরিবারের সদস্যদেরও অভিযুক্ত করেছেন।

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, শিতল পুলিশকে বলেছেন, ৯ বছর আগে একটি বিবাহ সংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে ভিরাজের সঙ্গে তার পরিচয় হয়। পরিবারের সদস্যদের উপস্থিতিতে ২০১৪ সালে তারা বিয়ে করেন এবং হানিমুন করতে কাশ্মীরে যান। ‘কিন্তু নানা উছিলায় ভিরাজ অনেকদিন তার সঙ্গে যৌন সম্পর্ক এড়িয়ে যান। এক পর্যায়ে তিনি বিরাজকে এজন্য চাপ দিলে ভিরাজ তাকে জানান, ‘কয়েক বছর আগে রাশিয়াতে থাকার সময় একটি দুর্ঘটনায় তিনি তার যৌন সক্ষমতা হারিয়েছেন।’

ছোট একটি অপারেশনের পর তার এই সমস্যা আর থাকবে না বলেও ভিরাজ শিতলকে আশ্বস্ত করেছেন।

এরপর ২০২০ সালের জানুয়ারি মাসে অভিযুক্ত ব্যক্তি শীতলকে জানায় যে, তিনি স্থূলতা চিকিৎসার অংশ হিসেবে একটি অপারেশন করতে চান। যদিও পরে তিনি জানান যে, বিদেশে থাকার সময় তিনি লিঙ্গ পরিবর্তনের অপারেশন করিয়েছিলেন।

ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি ওই নারীর সঙ্গে কৃত্রিম যৌনতা অবলম্বন করতে থাকেন এবং প্রকৃত সত্য কাউকে জানালে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দেন।

বিজ্ঞাপন

গোটরি পুলিশ স্টেশনের পরিদর্শক এমকে গুর্জর জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি দিল্লির বাসিন্দা এবং তাকে ভাদোদারায় ডেকে আনা হয়েছে।

সারাবাংলা/ইআ

স্বামী-স্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর