Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার গুগলের একচেটিয়া বাজারের ভাগ বসাবে অন্যান্য অ্যাপ স্টোর

আন্তর্জাতিক ডেস্ক
৮ অক্টোবর ২০২৪ ১৬:৪১

অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের গুগলের নিজস্ব অ্যাপ স্টোর প্লেস্টোরে সীমাবদ্ধ না রেখে বিভিন্ন উৎস থেকে অ্যাপ ডাউনলোড ও কেনাকাটার সুযোগ করে দেওয়ার আদেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। এই রায়ের ফলে অন্যান্য অ্যাপ স্টোরগুলো এখন গুগলের সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে। এতে অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপের বাজারে গুগল প্লেস্টোরের একচেটিয়া আধিপত্য খর্ব হবে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

বিজ্ঞাপন

এপিক গেমসের করা মামলার শুনানি শেষে সোমবার (৭ অক্টোবর) যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে ইউএস ডিস্ট্রিক্ট জজ জেমস ডোনাটো এ রায় দেন। এর আগে গুগল সার্চ ইঞ্জিনের একচেটিয়া বাজার নিয়েও কঠোর নির্দেশনা জারি করেছিলেন যুক্তরাষ্ট্রের অন্য একটি আদালত।

প্লেস্টোরের মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপ ব্যবহারে একচেটিয়া বাজার কব্জা করে রাখার অভিযোগে গুগলের বিরুদ্ধে এপিক গেমস মামলা করেছিল ২০২০ সালে। মামলার অভিযোগে বলা হয়, অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগল প্লেস্টোর আগে থেকেই ইনস্টল করে রাখা বাধ্যতামূলক করে রেখেছে গুগল। এ ক্ষেত্রে অ্যান্ড্রয়েড ফোন নির্মাতাদের বিভিন্ন শর্ত মানতে হয়।

অভিযোগে আরও বলা হয়, কেবল প্লেস্টোর নয়, অ্যাপগুলোর মধ্যে কেনাকাটার সুযোগও (ইন-অ্যাপ পারচেজ) তিন বছরের জন্য বাধ্যতামূলকভাবে বন্ধ রাখতে হয় অ্যান্ড্রয়েড ফোনে। ফলে প্রতিদ্বন্দ্বী অ্যাপ স্টোরগুলো প্রতিযোগিতার সুযোগ পায় না। অন্যায়ভাবে তাদের ব্যবসা থেকে দূরে রাখা হয়।

গুগলের একচেটিয়া বাজার নিয়ন্ত্রণের এসব শর্তের বিরুদ্ধেই রায় দিয়েছেন যুক্তরাষ্ট্রের আদালত। বিচারকরা গুগলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পক্ষেও সমর্থন জানিয়েছে। রায়ে বলা হয়েছে, আগামী তিন বছরের জন্য গুগল তার গ্রাহকদের অ্যাপ থেকে কিছু কেনার সুযোগ বন্ধ করতে পারবে না। সেই সঙ্গে গুগলের প্রতিযোগী অন্যান্য অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোডের সুযোগও দিতে হবে।

বিচারক এ ক্ষেত্রে তিন সদস্যের একটি পর্যবেক্ষক দল গঠনের নির্দেশ দিয়েছেন। এই পর্যবেক্ষকরা গুগলের পরবর্তী কার্যক্রমগুলোর দিকে লক্ষ রাখবে এবং তারা যেন এ কাজে বিরত থাকে, তা নিশ্চিত করবে। গুগলের একচেটিয়া ব্যবসা রোধ ও প্রতিদ্বন্দ্বী অ্যাপগুলো যেন সমান সুযোগ পায়, সেদিকে বিশেষভাবে লক্ষ রাখার নির্দেশ দিয়েছেন আদালত। আদালতের নির্দেশ অনুযায়ী, ২০২৪ সালের ১ নভেম্বর থেকে এই আদেশ কার্যকর হবে।

বিজ্ঞাপন

এপিক গেমসের সিইও টিম সুইনি এই রায়কে স্বাগত জানিয়েছেন। রায়কে অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমে প্রতিযোগিতার বিজয় অভিহিত করে তিনি বলেন, এপিক গেমস স্টোর এবং অন্যান্য অ্যাপ স্টোরগুলো ২০২৫ সালে আত্মপ্রকাশ করবে।

এদিকে গুগল জানিয়েছে, আদালতের এ রায় কার্যকর হলে যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্বে ছড়িয়ে থাকা ভোক্তাদের ওপর এর নেতিবাচক প্রভাব পড়বে। কারণ রায় বাস্তবায়ন করতে গেলে অ্যান্ড্রয়েড ফোনগুলোতেও অনেক পরিবর্তন আনতে হবে। এ রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবে।

এর আগে গত আগস্টে যুক্তরাষ্ট্রের আরেক আদালত এক রুলে বলেন, গুগল কার্যত আইনি কাঠামোর মধ্যে থেকে একচেটিয়া কোম্পানিতে পরিণত হয়েছে। ইন্টারনেটের জগতে তারা যেভাবে প্রাধান্য বিস্তার করেছে, তা প্রতিযোগিতা ও উদ্ভাবনের পথে প্রতিবন্ধকতা তৈরি করেছে।

সারাবাংলা/এসডব্লিউআর/পিটিএম

আদালত গুগল প্লে স্টোর যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর