Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যারিস্টার সুমনসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৫ ১৬:২৩ | আপডেট: ২৬ মে ২০২৫ ১৭:৩৮

সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন

ঢাকা: সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার (২৬ মে) দুপুরে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

এদিন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে দুটি আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক একেএম মাহবুবুর রহমান ও মো. আল-আমিন।

দেশত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া অন্যরা হলেন- ব্যারিস্টার সুমনের স্ত্রী ছাম্মী আক্তার, ডেসকোর প্রকৌশলী জগদীশ চন্দ্র মণ্ডল ও তার স্ত্রী সবিতা মণ্ডল।

দুদকের আবেদনে বলা হয়, ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অনুসন্ধান এখনও চলমান। তিনি স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তরের চেষ্টা করছেন। তাই তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।

বিজ্ঞাপন

আরেক আবেদনে উল্লেখ করা হয়, ডেসকোর প্রকৌশলী জগদীশ চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে ঘুস বাণিজ্য, অবৈধভাবে শত শত কোটি টাকার সম্পদ অর্জন, বিদেশে অর্থপাচার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলমান। অভিযুক্তরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন।

সারাবাংলা/আরএম/এসআর

দেশত্যাগে নিষেধাজ্ঞা ব্যারিস্টার সুমন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর