ঢাকা: জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিচারকাজ সরাসরি সম্প্রচার করা হবে। রোববার (১ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই কার্যক্রম সম্প্রচার করা হতে পারে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামীম।
শনিবার (৩১ মে) বিকেলে এক খুদেবার্তায় তিনি জানান, আগামীকাল (রোববার) শেখ হাসিনার মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হবে ট্রাইব্যুনালে। বিটিভির মাধ্যমে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে এ শুনানি সরাসরি সম্পচার করা যাবে।
শেখ হাসিনা ছাড়াও অন্য দুই আসামি হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
এদিন এক সেমিনারে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘বিচারের কাজ পুরোদমে এগিয়ে চলছে। তবে তদন্ত শেষ করতে যুক্তিসংগত সময় লাগবে। ডিসেম্বরের মধ্যেই জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের বিচার দৃশ্যমান হবে আশা করি। এছাড়া, বিচার এমনভাবে হবে যেন এর নিরপেক্ষতা নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে।’
এর আগে, ১২ মে জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। চিফ প্রসিকিউটর কার্যালয়ে তদন্ত সংস্থার কর্মকর্তারা এ প্রতিবেদন দাখিল করেন।