Saturday 13 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিচার বিভাগের সেমিনার বিকেলে, থাকছেন প্রধান উপদেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৫ ১১:৪২ | আপডেট: ২২ জুন ২০২৫ ১৩:২৭

হাইকোর্ট। ছবি: সারাবাংলা

ঢাকা: বাংলাদেশ সুপ্রিম কোর্টের আয়োজনে ‘বিচারিক স্বাধীনতা ও দক্ষতা’ শীর্ষক জাতীয় সেমিনার আজ। সেমিনারে প্রধান অতিথি হিসেবে থাকছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (২২ জুন) বিকেল পৌনে ৫টায় রাজধানীর অভিজাত হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ সেমিনার অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখবেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফান লেলার। এরপর বিচার বিভাগ সংস্কারে প্রধান বিচারপতি ঘোষিত রোডম্যাপের ওপর তথ্যচিত্র তুলে ধরা হবে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে থাকবেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

বিজ্ঞাপন

এছাড়া বক্তব্য রাখবেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকনসহ আরও অনেকে।

সারাবাংলা/আরএম/এমপি

বিজ্ঞাপন

‘চিঠি দিও’
১৩ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩২

আরো

সম্পর্কিত খবর