Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিচারপতি আখতারুজ্জামানকে তলব করল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৫ ১৯:৫২ | আপডেট: ২৫ জুন ২০২৫ ২৩:১৯

হাইকোর্টের বিচারপতি মো. আক্তারুজ্জামান।

ঢাকা: অনিয়মের অভিযোগের ব্যাখ্যা দিতে ছুটিতে পাঠানো হাইকোর্টের বিচারপতি মো. আক্তারুজ্জামানকে তলব করেছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। আগামী ১ জুলাই সশরীরে হাজির হয়ে তাকে ব্যাখা দিতে বলা হয়।

বুধবার (২৫ জুন) সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে, চলতি বছরের ২৩ মার্চ বিচারপতি মো. আখতারুজ্জামানের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশনা দিয়েছিলেন রাষ্ট্রপতি।

গত বছরের ১৬ অক্টোবর দুর্নীতি ও ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগ ওঠায় ১২ বিচারপতিকে ছুটিতে পাঠান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। একইসঙ্গে তাদের বেঞ্চ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

১২ বিচারপতি হলেন- বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি আশীষ রঞ্জন দাস, বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার, বিচারপতি এস এম মনিরুজ্জামান, বিচারপতি আতাউর রহমান খান, বিচারপতি শাহেদ নূর উদ্দিন, বিচারপতি মো. আক্তারুজ্জামান, বিচারপতি মো. আমিনুল ইসলাম, বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন, বিচারপতি খিজির হায়াত ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান।

অভিযোগ ওঠার পর ওই ১২ বিচারপতির বিরুদ্ধে তদন্ত শুরু করে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। এরই ধারাবাহিকতায় অভিযোগের ব্যাখ্যা দিতে বিচারপতি মো. আক্তারুজ্জামানকে ডাকা হয়।

সারাবাংলা/আরএম/এমপি

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর