Tuesday 22 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইডি কার্ডে অভিভাবকের ফোন নম্বর-রক্তের গ্রুপ যুক্ত করতে নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৫ ১৮:১৬

সুপ্রিম কোর্ট।

ঢাকা: দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আইডি কার্ডে অভিভাবকের মোবাইল নম্বরের পাশাপাশি রক্তের গ্রুপ যুক্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শিক্ষা সচিবকে অবিলম্বে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল, আইনজীবী গাজী কামরুল ইসলাম সজল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান, তানিম খান ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।

বিজ্ঞাপন

সাংবাদিকদের আইনজীবী জয়নুল আবেদীন বলেন, রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে জনস্বার্থে আমরা একটি রিট করি। রিট শুনানি শেষে এ ঘটনায় কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দেন হাইকোর্ট। সাতদিনের মধ্যে এই কমিটি গঠন করতে বলা হয়।

তিনি বলেন, রিটে এ ঘটনায় আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর পাশাপাশি ক্ষতিপূরণ চাওয়া হয়। পরে রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে নিহতদের পাঁচ কোটি ও আহতদের এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি করেন আদালত। আহতদেরও উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে ঢাকাসহ দেশের সব জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান উড্ডয়ন প্রশ্নে রুল জারি করা হয়।

উল্লেখ্য, ২১ জুলাই দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়ে। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে বিধ্বস্ত হয়। এতে বহু শিক্ষার্থী হতাহতের শিকার হন।

সারাবাংলা/আরএম/এমপি

আইডি কার্ড ফোন নম্বর রক্তের গ্রুপ হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর