Thursday 24 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার হত্যা মামলায় আনিসুল-ইনু গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৫ ১৮:৫৩

আসামিদের আদালতে হাজির করে পুলিশ।

ঢাকা: জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে রাজধানীর বনানী এলাকায় শাহজাহান হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

বুধবার (২৩ জুলাই) দুপুরে ঢাকার মহানগর হাকিম এমএ আজহারুল ইসলামের আদালত এ আদেশ দেন। এদিন আসামিদের আদালতে হাজির করে পুলিশ।

আদালতে আনিসুল ও ইনুকে নতুন মামলায় গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেন তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই ইয়াছির আরাফাত। শুনানি শেষে তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠান বিচারক।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৯ জুলাই বনানী থানাধীন মহাখালী ফ্লাইওভার এলাকায় আন্দোলনে অংশ নেন ২২ বছরের তরুণ মো. শাহজাহান। ওইদিন বিকেলে আসামিদের ছোড়া গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। চারদিন চিকিৎসাধীন অবস্থায় ২৪ জুলাই হাসপাতালে মারা যান। এ ঘটনায় ১৮ ডিসেম্বর বনানী থানায় হত্যা মামলা করেন নিহতের মা সাজেদা।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএম/এমপি

গ্রেফতার জাসদ সভাপতি হাসানুল হক ইনু সাবেক আইনমন্ত্রী আনিসুল হক হত্যা মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর