Wednesday 23 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই ভাইসহ তারিক সিদ্দিকের ১৭ একর জমি জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৫ ২০:১৫

সাবেক প্রধানমন্ত্রী শেখ হসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক। ছবি: সংগৃহীত

ঢাকা: দুই ভাইসহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের ১৭ একর জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এসব জমির দলিলমূল্য ২৬ কোটি ৪৫ লাখ ৪৬ হাজার টাকা ধরা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম।

তারিক আহমেদের দুই ভাই হলেন- শাহিন সিদ্দিক ও রফিক আহমেদ সিদ্দিক। তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটি দুদকে তদন্ত চলমান।

দুদকের আবেদনে বলা হয়, অভিযুক্তরা নিজ মালিকানাধীন সব স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাতের চেষ্টা করছেন। অনুসন্ধান নিষ্পত্তির আগে এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হলে ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাই এই তিনজনের ১৭ একর জমি জব্দের আদেশ দেওয়া একান্ত প্রয়োজন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএম/এমপি

জমি জব্দ প্রধানমন্ত্রী শেখ হসিনা সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক