ঢাকা: ‘ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর মেইন আর্কিটেক্ট বা মূল কারিগর সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। দেশে গণতন্ত্র হত্যারও কারিগর তিনি।’ এমনটি দাবি করেছেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।
কায়সার কামাল বলেন, গোটা বিচার অঙ্গনকে কলুষিত করেছেন এবিএম খায়রুল হক। তার এমন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যেন ভবিষ্যতে নতুন কোনো খায়রুল হক জন্ম না নেয়।
এদিন সকালে রাজধানীর ধানমন্ডি এলাকার নিজ বাসা থেকে খায়রুলকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বর্তমানে তিনি ডিবি কার্যালয়ে রয়েছেন। তার বিরুদ্ধে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।
খায়রুল হকের বিরুদ্ধে এরই মধ্যে বেশ কিছু মামলা হয়েছে। গত বছরের ১৮ আগস্ট তার বিরুদ্ধে মামলা করেন ঢাকা আইনজীবী সমিতির সদস্য ইমরুল হাসান। তার বিরুদ্ধে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পরিবর্তন ও জালিয়াতির অভিযোগ আনা হয়। ২৮ আগস্ট দুর্নীতি ও রায় জালিয়াতির অভিযোগে তার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন আরেক আইনজীবী। এছাড়া ২৫ আগস্ট একই ঘটনায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় আরেকটি মামলা হয়।