Friday 25 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারাগারে নিয়মিত কোরআন পড়ছেন পলক, দিয়েছেন খতমও

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৫ ১৫:২৯

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

ঢাকা: জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে রাজধানীতে রাসেল গাজী হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগের আদালত এ আদেশ দেন। এদিন সকালে তাদের আদালতে হাজির করে পুলিশ।

আদালতে এ হত্যা মামলায় দুজনকে গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেন তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই মো. আনোয়ার হোসেন। শুনানি শেষে তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠান বিচারক।

এজলাসে তোলার পর নিজের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির সঙ্গে কথা বলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক। কারাগারে কোনো কিছু প্রয়োজন আছে কি না জিজ্ঞাসা করেন আইনজীবী। কীভাবে সময় কাটছে তাও জিজ্ঞেস করা হয়। জবাবে পলক বলেন, ‌‌‘কারাগারে নিয়মিত কোরআন শরীফ পড়ছি। কোরআন শরীফ এক খতম দিয়েছি।’

বিজ্ঞাপন

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত বছরের ৫ আগস্ট বেলা ১১টার দিকে ঢাকার আশুলিয়া থানার গাজীরচট এলাকায় আন্দোলন করছিলেন রাসেল। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের ছোড়া গুলিতে আহত হন তিনি। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

গত বছরের ১৫ আগস্ট পলককে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

সারাবাংলা/আরএম/এমপি

আদালত কোরআন জুনাইদ আহমেদ পলক সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু