ঢাকা: জুলাই-আগস্টে গণহত্যার দায়ে টপ কমান্ডারদের বিচার আগামী ডিসেম্বরের মধ্যেই শেষ হবে বলে আশাব্যক্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জুলাই গণহত্যার বিচার, আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শন’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এ আয়োজন করা হয়।
তাজুল ইসলাম বলেন, ‘ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া যেভাবে এগোচ্ছে, এক্ষেত্রে টপ কমান্ডার তথা একটা বড় অংশের বিচার চলতি বছরেই শেষ করা যাবে। এছাড়া তদন্ত সংস্থায় যারা কাজ করেন, তারা পুলিশ বাহিনী থেকে এলেও স্বৈরাচারের দোসর না। তারা বিগত সরকারের আমলে বিভিন্নভাবে বঞ্চিত ছিলেন। সেখানে থেকে বেছে বেছে আমাদের তদন্ত সংস্থায় আনতে হয়েছে।’
তিনি বলেন, ‘গণহত্যার এসব বিচার দ্রুত না হলে পরবর্তী সরকারেও গুম-খুন সংস্কৃতি অব্যাহত হবে। কিন্তু এই বিচারগুলোতে সময় লাগবে। কেননা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিচার করা খানিকটা কষ্টসাধ্য। কিন্তু অসম্ভব নয়। যতদিন পর্যন্ত বিচার কার্যক্রম লাগবে চলবে। তবু এই বিচার কোনোভাবেই যেন বন্ধ না হয়।’
আগামী ৩ আগস্ট জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হবে উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, ‘আমাদের শহিদদের পরিবার, স্বজন, ভুক্তভোগীদের আবেগকে যেমন অ্যাড্রেস করতে হয়, তাদের বিচারের যে দাবি, যে তৃষ্ণা, সেটা যেমন অ্যাড্রেস করতে হয়; একইভাবে আইন, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড, আসামির অধিকার- এগুলোকে মেইনটেন করে এটা করতে হয়। সেটি করতে যে যুক্তিসঙ্গত সময় দরকার, সেটা আমরা নিয়েছি, সেটা আমরা নিচ্ছি। কিন্তু তার অর্থ এই নয় যে, এই বিচার বছরের পর বছর সময় লাগবে, তা না। দ্রুতই এসব বিচার সম্পন্ন হবে বলে আশা করছি।