Thursday 11 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদাবাজির মামলায় গ্রেফতার মোজাম্মেল বাবু

স্টাফ করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৫ ১৫:৫১ | আপডেট: ১৩ আগস্ট ২০২৫ ১২:৪১

সাংবাদিক মোজাম্মেল বাবু।

ঢাকা: রাজধানীর বনানী থানার চাঁদাবাজির মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবুকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। রোববার (১০ আগস্ট) দুপুরে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন।

এদিন তাকে আদালতে হাজির করে পুলিশ। পরে তাকে গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই রাজিউল আমিন।

এরপর শুনানি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন। তিনি বলেন, ‘সেনাসমর্থিত সরকারের সময় বাবুর নেতৃত্বে বৈশাখী টিভির কার্যালয়ে ১০ কোটি টাকা চাঁদা দাবি করা হয়। এ সময় তারা নগদ সাড়ে চার লাখ টাকা নিয়ে যান। এ মামলায় তাকে গ্রেফতার দেখানোর প্রার্থনা করছি। শুনানি শেষে সাংবাদিক মোজাম্মেল বাবুকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।’

বিজ্ঞাপন

এর আগে, ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে গত ১৭ সেপ্টেম্বর বাবুকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

চলতি বছরের ১১ জানুয়ারি মোজাম্মেল বাবুসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় মামলা করেন বৈশাখী মিডিয়া লিমিটেডের চৌধুরী মো. হুমায়ুন কবির।

সারাবাংলা/আরএম/এমপি