Saturday 16 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে প্রধান বিচারপতির মতবিনিময়

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৫ ১৯:৪১ | আপডেট: ১৬ আগস্ট ২০২৫ ২০:৩৪

সিলেট-সুনামগঞ্জ জেলায় কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাসহ বিভিন্ন ট্রাইব্যুনালের বিচারকদের সঙ্গে মতবিনিময়।

ঢাকা: সিলেট-সুনামগঞ্জ জেলায় কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাসহ বিভিন্ন ট্রাইব্যুনালের বিচারকদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

শনিবার (১৬ আগস্ট) বিকেলে সিলেট সার্কিট হাউসে এ মতবিনিময় সভা হয়। বিচার বিভাগ সংস্কারে প্রধান বিচারপতির রোডম্যাপ স্কিমকে অংশীজনদের মধ্যে ছড়িয়ে দেওয়াসহ নানান বিষয়ে আলোচনার জন্য এ আয়োজন করা হয় বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

সভায় সিলেট ও সুনামগঞ্জ জেলা-দায়রা জজ আদালত, মহানগর দায়রা জজ আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, শ্রম আদালতে কর্মরত বিভিন্ন পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাসহ ট্রাইব্যুনালের বিচারকরা অংশ নেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের প্রশিক্ষণ শাখা থেকে গত ১৩ আগস্ট এ সংক্রান্ত সরকারি আদেশ জারি হয়। সিলেটের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বিচার বিভাগ সংস্কারের লক্ষ্যে প্রধান বিচারপতি ঘোষিত রোডম্যাপ বাস্তবায়ন সংক্রান্ত রোড-শো কার্যক্রমের দ্বিতীয় পর্ব শুরু হলো।

সারাবাংলা/আরএম/এমপি

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বিচার বিভাগ মতবিনিময়