ঢাকা: জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলা বাতিলসহ জামিন চেয়ে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের করা আবেদনের শুনানির জন্য আগামী ২৬ অক্টোবর দিন ধার্য করেছেন হাইকোর্ট।
রোববার (১৭ আগস্ট) হাইকোর্টের বিচারপতি মো. জাকির হোসেন ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চে এ আদেশ দেন। খায়রুল হকের আইনজীবীর সময় আবেদনের পরিপ্রেক্ষিতে এ দিন ধার্য করা হয়।
এ সময় অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ‘আবেদনকারী সময় চাইলে সমস্যা নেই। তবে শুনানির তারিখ একটু দূরে হলে ভালো হয়। পরে শুনানির দিন অক্টোবর নির্ধারণ করেন আদালত।’
এর আগে, ৭ আগস্ট জামিন ও মামলা বাতিলের আবেদন করেন খায়রুল হক। ১১ আগস্ট এটি হাইকোর্টের ১৮ নম্বর ক্রমিকে ওঠে। ওই দিন বিকেল ৩টার দিকে খায়রুল হকের পক্ষে শুনানি করার জন্য আদালতে হাজির হন জ্যেষ্ঠ আইনজীবী এমকে রহমান, কামরুল হক সিদ্দিকী, জেড আই খান পান্না, মোহসীন রশিদ, মোতাহার হোসেন সাজু, সৈয়দ মামুন মাহবুবসহ আওয়ামীপন্থী বেশ কয়েকজন আইনজীবী। এজলাস কক্ষে আগে থেকেই ছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। শুনানিতে রাষ্ট্রপক্ষ সময় চাইলে উভয়পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
গত ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে তাকে যাত্রাবাড়ী হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়।