Friday 29 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদালতে লতিফ সিদ্দিকীসহ ১৬ জন, কারাগারে রাখার আবেদন

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২৫ ১১:৩৫ | আপডেট: ২৯ আগস্ট ২০২৫ ১৮:৪০

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী আদালতে।

ঢাকা: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) তাদের আদালতে হাজির করে পুলিশ। পরে ১৬ জনকেই কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই তৌফিক হাসান।

ঢাকার মহানগর হাকিম সারাহ ফারজানা হকের আদালতে তাদের বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন এপিপি মো. শামসুদ্দোহা সুমন।

অন্য আসামিরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান, মো. আব্দুল্লাহ আল আমিন, মঞ্জুরুল আলম, কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, গোলাম মোস্তফা, মো. মহিউল ইসলাম ওরফে বাবু, মো. জাকির হোসেন, মো. তৌছিফুল বারী খাঁন, মো. আমির হোসেন সুমন, মো. আল আমিন, মো. নাজমুল আহসান, সৈয়দ শাহেদ হাসান, মো. শফিকুল ইসলাম দেলোয়ার, দেওয়ান মোহম্মদ আলী ও মো.আব্দুল্লাহীল কাইয়ুম।

বিজ্ঞাপন

এর আগে, ২৮ আগস্ট দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘মঞ্চ ৭১’ নামে একটি প্ল্যাটফর্ম আয়োজিত গোলটেবিল ঘিরে লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

সারাবাংলা/আরএম/এমপি

আদালত আব্দুল লতিফ সিদ্দিকী মামলা সন্ত্রাসবিরোধী আইন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর